যে যে বিষয়গুলি সরকারকে নাড়িয়ে দিচ্ছে,কেন্দ্রের উচিত সেই বিষয়গুলি নিয়ে পার্লামেন্টে আলোচনা করা- দাবি কংগ্রেসের

Published : Dec 13, 2022, 02:18 AM IST
Congress Flags

সংক্ষিপ্ত

যে যে বিষয়গুলি সরকারকে নাড়িয়ে দিচ্ছে,কেন্দ্রের উচিত সেই বিষয়গুলি নিয়ে পার্লামেন্টে আলোচনা করা- দাবি কংগ্রেসের । নাহলে সংসদের প্রতি জাতির আস্থা বজায় থাকবে কি করে ?

সোমবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত -চিন সৈন্যদের সংঘর্ষ নিয়ে কংগ্রেস মন্তব্য করে যে যে বিষয়গুলি সরকারকে নাড়িয়ে দিচ্ছে কেন্দ্রের উচিত সেই বিষয়গুলি নিয়ে পার্লামেন্টে আলোচনা করা। নাহলে সংসদের প্রতি জাতির আস্থা বজায় থাকবে কি করে ?

এপ্রসঙ্গে ইতিমধ্যেই আওয়াজ তুলতে শুরু করেছে কংগ্রেসের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা। তবে আলোচনার বিষয়টি আপাতত মুলতুবি রাখা হয়েছে। মঙ্গলবার এই ইস্যুটি উঠলে সংসদে নতুন রকমের এক আলোড়ন সৃষ্টি হবে বলে বিশেষজ্ঞমহলের একাংশের দাবি। কংগ্রেসের অভিযোগ মোদি সরকার সীমান্ত ইস্যুকে চাপা দিচ্ছে যার কারণে চীন এতো সাহস নিয়ে কাজ করতে পারছে। এপ্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "আবারও আমাদের ভারতীয় সেনা সৈন্যদের চীনারা উস্কে দিয়েছে। আমাদের জওয়ানরা দৃঢ়ভাবে লড়াই করেছে এবং তাদের কয়েকজন আহতও হয়েছে।" খাড়গে টুইট করে আরও বলেন ,'আমরা জাতীয় নিরাপত্তার ইস্যুতে জাতির সঙ্গে রাজনীতিকরণ করতে চাই না৷ তবে মোদি সরকারের উচিত চীনা সীমালঙ্ঘন এবং এলএসির কাছাকাছি ২০২০ সালের এপ্রিল থেকে সমস্ত পয়েন্টে নির্মাণের বিষয়ে সৎ হওয়া উচিত৷এআইসিসির সাধারণ সম্পাদক, যোগাযোগ, জয়রাম রমেশ বলেছেন, সীমান্তে চীনা কর্মকাণ্ডে সরকারকে "জাগানোর" চেষ্টা করছে কংগ্রেস কিন্তু "তার রাজনৈতিক ভাবমূর্তি রক্ষা" করার জন্য মানুষজন নীরব।

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা