কেন হিমাচলের সঙ্গে গুজরাট বিধানসভার নির্বাচন নয়? মোদী-কমিশনকে একসঙ্গে তোপ কংগ্রেসের

 জয়রাম রমেশ বলেছেন, এটা মোটেও কোনও আশ্চার্যজনক বিষয় নয়। মোদীজির এখনও কিছু মেগা প্রতিশ্রুতি দেওয়া ও আরও কিছু উদ্বোধনের কাজ বাকি রয়েছে। আর সেই জন্যই নির্বাচন কমিশন গুজরাটের বিধানসভার নির্বাচনের দিন ঘোষণায় বিলম্ব করছে। 

সাংবাদিক সম্মেলন করে হিমাচল প্রদেশের ভোটের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের কর্তাব্যক্তিরা আশা করেছিল একই দিনে গুজরাট বিধানসভার নির্বাচন সূচিও ঘোষণা করা হবে। কিন্তু তা করা হয়নি। আর তারপরই কংগ্রেস আর বিজেপিকে নয়, সরাসরি আক্রমণ করতে শুরু করেছে নির্বাচন কমিশনকে। কংগ্রেসের প্রথম সারির নেতা জয়রাম রমেশ টুইট করে বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেগা প্রতিশ্রুতি আর উদ্বোধনের জন্য আরও সময়ের প্রয়োজন, তা দিতেই নির্বাচন কমিশন ইচ্ছেকৃতভাবে দেরি করছে গুজরাটের ভোটের সূচি ঘোষণা করতে।'

সোশ্যাল মিডিয়ায় জয়রাম রমেশ বলেছেন, এটা মোটেও কোনও আশ্চার্যজনক বিষয় নয়। মোদীজির এখনও কিছু মেগা প্রতিশ্রুতি দেওয়া ও আরও কিছু উদ্বোধনের কাজ বাকি রয়েছে। আর সেই জন্যই নির্বাচন কমিশন গুজরাটের বিধানসভার নির্বাচনের দিন ঘোষণায় বিলম্ব করছে। 

Latest Videos

ভারতের নির্বাচন কমিশন হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, কিন্তু গুজরাট নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। গুজরাট বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা না করার বিষয়ে, নির্বাচনী প্যানেল বলেছে যে কমিশন আগের অনুশীলন অনুসারে এটি করছে। গুজরাট বিধানসভার মেয়াদ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে শেষ হবে। যদিও নির্বাচন কমিশন বলেছে, হিমাচল প্রদেশের আবহাওয়ার জন্য এই রাজ্যে আগে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন আবহাওয়ার মত অনেকগুলি বিষয় রয়েছে। তুষারপাত শুরু হওয়ার আগেই কমিশন হিমাচল প্রদেশের ভোট গ্রহণ করতে চাইছে। পাহাড়ি অঞ্চলে ভোট সুষ্ঠুভাবে করতে চায় কমিশন। হিমাচল প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর । ফল প্রকাশ ৪ ডিসেম্বর। বিধানসভার মেয়াদ শেষ হবে ৪ জানুয়ারি ২০২৩ সালে। 

দিন ঘোষণা না হলেও গুজরাট বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দুই প্রধান প্রতিপক্ষ কংগ্রস ও বিজেপি। তবে এবার এই রাজ্য়ে আসরে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। এই দলটিও যথেষ্ট সম্ভাবনা দেখতে শুরু করেছে।  বিশেষজ্ঞদের অনুমান এই রাজ্যে কিছুটা হলেও ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন থেকেই প্রচার শুরু করেছেন কেজরিওয়াল। তার দল একটা বড় ফ্যাক্টর হবে ববলেও আশাবাদী তিনি। যাইহোক আসন্ন বিধানসভা নির্বাচনে  বিজেপি জোর লড়াইয়ের সামনে নামতে হতে পারে বলেও দাবি করছে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। যদিও বিজেপি কংগ্রেসের এই দাবি মানতে নারাজ। 

 

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed