অযোধ্যার রাম মন্দিরে তিরুপতির বিতর্কিত লাড্ডু বিলি! প্রধান পুরোহিতের বক্তব্যে শোরগোল

Published : Sep 23, 2024, 07:39 PM ISTUpdated : Sep 23, 2024, 07:52 PM IST
tirupati laddu controversy affects lucknow mankameshwar temple bans store bought prasad lucknow

সংক্ষিপ্ত

লাড্ডুর মাধ্যমে দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির তিরুপতির সঙ্গে উত্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির অযোধ্যার রাম মন্দিরের সংযোগ স্থাপিত হয়েছিল। কিন্তু সেই লাড্ডু নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।

এ বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন বিলি করা হয়েছিল তিরুপতির মন্দিরের প্রসাদ। কিন্তু সেই প্রসাদ লাড্ডু ছিল না এলাচ দানা? এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, তিরুপতি থেকে যে লাড্ডু এসেছিল, তা ভক্তদের মধ্যে বিলি করা হয়। কিন্তু শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের দাবি, রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন ভক্তদের শুধু এলাচ দানা বিলি করা হয়েছিল। এই পরস্পর-বিরোধী বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

রাম মন্দিরে বিলি করা হয়েছিল তিরুপতির প্রসাদ

অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছেন, ‘রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন তিরুপতি থেকে কত লাড্ডু এসেছিল আমি জানি না। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নিশ্চয়ই জানে। তবে যত লাড্ডু এসেছিল, সবই ভক্তদের মধ্যে বিলি করা হয়েছিল। প্রসাদে যদি প্রাণীজ চর্বি মেশানো হয়ে থাকে, তাহলে তা ক্ষমার অযোগ্য অপরাধ। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’ অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিতের বক্তব্য ঠিক হলে ২২ জানুয়ারি রাম মন্দিরে যাওয়া ব্যক্তিরা তিরুপতির লাড্ডু খেয়েছিলেন। যে লাড্ডু নিয়ে এখন তদন্ত শুরু হয়েছে।

রাম মন্দিরে বিলি হওয়া লাড্ডু নিয়েও তদন্ত হবে?

রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কয়েক হাজার বিশিষ্ট ব্যক্তি ছিলেন। সবাইকেই প্রসাদ দেওয়া হয়েছিল। সেই প্রসাদের মধ্যে থাকা লাড্ডুতে যদি প্রাণীজ চর্বি থেকে থাকে, তাহলে তা গুরুতর ঘটনা। তিরুপতির লাড্ডু নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এবার রাম মন্দিরে বিলি হওয়া লাড্ডু নিয়েও তদন্ত হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঘি নয়, মাছের তেলেই তৈরি হয় তিরুপতি মন্দিরের লাড্ডু? বিতর্ক ক্রমশই বাড়ছে

Rishabh Pant: তিরুপতি বালাজি মন্দিরে পুজো ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলের

তিরুপতি মন্দির দর্শনের ভিআইপি টিকিট এবার মিলবে অন্ধ্র বিমানবন্দরেই

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত