দারিদ্র্যের সুযোগ নিয়ে চলছে ধর্মান্তরকরণ! এভাবে চলতে থাকলে শীঘ্রই সংখ্যালঘু হয়ে পড়বে হিন্দু, আশঙ্কা বিচারপতির

দারিদ্রতার সুযোগ নিয়ে চলছে ধর্মান্তকরণ! এই ভাবে চলতে থাকলে শিঘ্রই সংখ্যা লঘু হয়ে পড়বে হিন্দুরা, আশঙ্কায় বিচারপতি

Anulekha Kar | Published : Jul 3, 2024 6:06 AM IST / Updated: Jul 03 2024, 12:43 PM IST

ধর্মান্তকরণ বন্ধ না করলে সংখ্যালঘু হয়ে যাবে হিন্দুরা। ধর্মান্তকরণের সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করল এলাহাবাদ হাইকোর্ট। শিঘ্রই সংখ্যালুঘুতে পরিণত হতে পারে হিন্দুরা।

ইতিমধ্য়েই এক ব্যক্তির জামিনের আর্জি খারিজ করেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়াল। গ্রামের হিন্দুদের খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করছেন কৈলাস। এমনই অভিযোগ আসে তাঁর বিরুদ্ধে। এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি সংখ্যালঘু হয়ে পড়বে হিন্দুরা তা নিয়ে অত্যন্ত চিন্তিতি এলাহাবাদ কোর্ট। তাই যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেওয়া উচিত ধর্মান্তকরণ।

তাই ধর্মীয় সমাবেশে ধর্মান্তরিত করার কাজ অবিলম্বে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছেন,নিজ ধর্মকে অন্যের কাছে পৌঁছে দেওয়াই হল ধর্ম প্রচারের অর্থ। কিন্তু অন্যকে ধর্মান্তরিক করার নাম কখনই ধর্ম প্রচার নয় ।

আদালতের মতে দারিদ্রতার সুযোগ নিয়েই মানুষের ধর্ম পরিবর্তন করা হচ্ছে উত্তর প্রদেশের গ্রামে গ্রামে।

আসলে রামকলি পিরজাপতি নামের এক ব্যক্তি কৈলাসের নামে এফআইআর করেন । রামকলি জানায়, ধর্মসভায় নিয়ে যাওয়ার নাম করে তাকে ধর্মান্তর করার প্রচেষ্টা করেন কৈলাস।

Share this article
click me!

Latest Videos

Nadia News: শৌচালয়ের ভিতরে বসে মেয়ে কে পড়াতে ব্যস্ত মা,অভাবনীয় দৃশ্য রানাঘাট আদালত চত্বরে
বৃহত্তর ষড়যন্ত্র! জড়িত ২ তৃণমূল নেতা, 'বোমা তৃণমূলের ভিত্তি' ধুয়ে দিলেন Samik Bhattacharya | BJP |
Suvendu Adhikari : 'পরশু দিন থেকেই শুরু হবে...' সুকান্তকে পাশে নিয়ে বড় বার্তা শুভেন্দুর! দেখুন
MD Selim on Chopra : চোপড়াকান্ডে FIR মহম্মদ সেলিম-এর বিরুদ্ধে, দেখুন কী বললেন মহম্মদ সেলিম
Rashifal ৮ জুলাই : আজ সাবধান! কর্কট, সিংহ, কন্যা, তুলা, ধনু, কুম্ভ ও মীন, দেখুন আজকের রাশিফল