Asianet News | Published : Jun 2, 2023 3:03 PM IST / Updated: Jun 04 2023, 09:03 PM IST

Coromandel Express Accident Live: ওড়িশায় ট্রেন দুর্ঘটনার তদন্তে সিবিআই

সংক্ষিপ্ত

ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বাহানগা স্টেশনে ঢোকার মুখে ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে গিয়ে মালগাড়ির উপরে পড়ে শালিমার থেকে চেন্নাই-এর উদ্দেশে যাত্রা শুরু করা করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, বাহানগা স্টেশনে ঢুকছিল করমণ্ডল এক্সপ্রেস। আর সেই সময়ই সেখান থেকে বের হচ্ছিল হাওড়ামুখী ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেস। এই সময় বেঙ্গালুরু এক্সপ্রেসের ২টি কামরা লাইনচ্যূত হয়ে গিয়ে আপ লাইনে চলে আসে। আপ লাইনে দুরন্ত গতিতে থাকা করমণ্ডল এক্সপ্রেসে এতে ধাক্কা লাগে। করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা মুহূর্তের মধ্যে ছিটকে গিয়ে পাশর লাইনে দাঁড়ানো মালগাড়ির উপরে আছড়ে পড়ে। ধাক্কার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ৭টি কামরা চিড়েচ্যাপ্টা হয়ে যায়। লাইনচ্যূত আরও ৮টি কামরার অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে। তবে, করমণ্ডল এক্সপ্রেসের চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়া ৭টি কামরায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীদের মতে, দুর্ঘটনার বিভীৎসতা এতটাই ভয়াবহ যে লাইনচ্যূত কামরাগুলো খেলনা গাড়ির মতো একে অপরের ঘাড়ে উঠে গিয়েছে  না হয় মালগাড়ির সঙ্গে লেপ্টে গিয়েছে। 

09:03 PM (IST) Jun 04

বালেশ্বরের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৯০০ জনকে

ট্রেন দুর্ঘটনার পর বালেশ্বরের হাসপাতালে এখন ২৬০ জনের চিকিৎসা চলছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, জানাল ওড়িশার স্বাস্থ্য দফতর।

08:35 PM (IST) Jun 04

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় টিকিটহীন যাত্রীরাও আর্থিক সহায়তা পাবেন, জানাল রেল

করমণ্ডল এক্সপ্রেসের যে যাত্রীরা টিকিট কাটেননি তাঁরাও আর্থিক সহায়তা পাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ব্যবস্থা করা হচ্ছে, জানালেন রেলের মুখপাত্র অমিতাভ শর্মা।

08:01 PM (IST) Jun 04

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকার্য শেষ, চলছে রেল পরিষেবা শুরু করার কাজ

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকার্য শেষ হয়ে গিয়েছে। এখন ট্র্যাক, ওভারহেড তার সারিয়ে ফের ট্রেন চালানোর চেষ্টা শুরু হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসা চলছে, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

07:11 PM (IST) Jun 04

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ রেলওয়ে বোর্ডের

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেলওয়ে বোর্ড, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

06:44 PM (IST) Jun 04

ট্রেন দুর্ঘটনায় বাবা-মাকে হারানো শিশুদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছে আদানি গ্রুপ

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি জানিয়েছেন, ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় যে শিশুরা বাবা-মাকে হারিয়েছে, তাদের স্কুলশিক্ষার দায়িত্ব নেবে আদানি গ্রুপ। 

06:16 PM (IST) Jun 04

ওড়িশার করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পিছনে থাকতে পারে অন্তর্ঘাত

ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় চালকের ত্রুটি ছিল না বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই ঘটনার পিছনে অন্তর্ঘাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।

05:40 PM (IST) Jun 04

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় রাজ্যের ৬২ জনের মৃত্যু হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৬২ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা হয়েছে ২০৬ জনের। ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি রাজ্যের ৭৩ জন বাসিন্দা। ৫৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৮২ জনের পরিচয় পাওয়া যায়নি, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

05:06 PM (IST) Jun 04

ট্রেনের চালক জানিয়েছেন, তিনি সবুজ সঙ্কেত পেয়েছিলেন

রেলবোর্ডের এক সদস্য জানিয়েছেন, ট্রেনের চালক বলেছেন, তিনি সবুজ সঙ্কেত পেয়েছিলেন বলেই এগিয়ে গিয়েছিলেন। তারপরেই দুর্ঘটনা ঘটে।

04:20 PM (IST) Jun 04

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ওড়িশায় ট্রেন দুর্ঘটনার তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। 

03:50 PM (IST) Jun 04

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

03:29 PM (IST) Jun 04

সিগন্যালের সমস্যার কারণেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, জানাল রেল

প্রাথমিকভাবে ওড়িশায় ৩টি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেলেও, রবিবার রেলের পক্ষ থেকে জানানো হল, শুধু করমণ্ডল এক্সপ্রেসই দুর্ঘটনার কবলে পড়েছে। সিগন্যালের সমস্যার জন্যই দুর্ঘটনা বলেও জানিয়েছে রেল।

01:50 PM (IST) Jun 04

Coromandel Express Accident : ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিনামূল্যে বাস

পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা দেবে নবীন পট্টনায়েকের সরকার।

01:39 PM (IST) Jun 04

Coromandel Express Accident : মৃতের সংখ্যা ২৮৮ নয়, ২৭৫, জানালেন ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা

ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৫। এটা ২৮৮ নয়। ডিএম দ্বারা ডেটা পরীক্ষা করা হয়েছিল এবং দেখা গেছে যে, কিছু মৃতদেহ দুবার গণনা করা হয়েছে। তাই মৃতের সংখ্যা ২৭৫-এ সংশোধন করা হয়েছে। এগুলির মধ্যে ৮৮টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে।

 

 

সবিস্তার - ‘অনেক মৃতদেহ দু’বার গোনার কারণে সংখ্যায় বেড়ে যাচ্ছে’, করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর রিপোর্ট দিলেন ওড়িশার মুখ্যসচিব

01:37 PM (IST) Jun 04

Coromandel Express Accident : 'সিগন্যালিং নিয়ে কিছু সমস্যা হয়েছিল', জানালেন জয়া বর্মা সিনহা

জয়া বর্মা সিনহা, রেলওয়ে বোর্ডের অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সদস্য জানিয়েছেন যে, প্রাথমিক অনুসন্ধানের পর জানা গেছে, সিগন্যালিং নিয়ে কিছু সমস্যা হয়েছিল। আমরা এখনও রেলওয়ে নিরাপত্তা কমিশনারের বিশদ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। শুধুমাত্র করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। ট্রেনটির গতিবেগ ছিল প্রায় ১২৮ কিমি/ঘন্টা।

 

 

12:20 PM (IST) Jun 04

Coromandel Express Accident : এবার রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন খোদ বিজেপি নেতা

প্রধানমন্ত্রীর মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার সিদ্ধান্তের মূল্য দিতে হচ্ছে : সুব্রহ্মণ্যম স্বামী

 

 

11:03 AM (IST) Jun 04

Coromandel Express Accident : বালেশ্বরে দুর্ঘটনার 'আসল কারণ' জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দুর্ঘটনার কারণ চিহ্নিত করা গিয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি বালেশ্বর ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবেন। কে বা কারা এর জন্য দায়ী তাও জানা গিয়েছে : অশ্বিনী বৈষ্ণব

সবিস্তার - 'দুর্ঘটনার কারণ চিহ্নিত করা গিয়েছে', বালেশ্বরে দুর্ঘটনার 'আসল কারণ' জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

10:14 AM (IST) Jun 04

Coromandel Express Accident : রবিবারও বাতিল একগুচ্ছ ট্রেন

খড়গপুর ভদ্রক শাখায় ১২৮৪১ শালিমার মাদ্রাজ করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে বহু ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে প্রকাশ করা হল বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলির সময়সূচি এবং তালিকা।

সবিস্তার - করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে বাতিল হল বহু ট্রেন, দেখে নিন তালিকা

10:12 AM (IST) Jun 04

Coromandel Express Accident : কবে স্বাভাবিক হবে ওই রুটের রেল চলাচল? জানালেন রেলমন্ত্রী

উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। আজ রাত থেকেই রেললাইন পুনরুদ্ধারের কাজ শুরু করে দেওয়া হচ্ছে। রবিবার সকাল থেকে লাইন পরিষ্কার, লাইন পুনর্নির্মাণ এবং ওভারহেড তারে বিদ্যুতের কাজ চলবে। সোমবার সকাল থেকে শুরু হবে সিগন্যালিং সিস্টেম পুনরুদ্ধারের কাজ। যুদ্ধকালীন তৎপরতায় করা করা হচ্ছে সমস্ত কাজ : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

সবিস্তার - ওড়িশায় কবে থেকে আবার স্বাভাবিক হবে পরিষেবা? দেখে নিন কী জানাচ্ছে রেল

11:16 PM (IST) Jun 03

ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে কুণাল ঘোষের টুইট

 করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে অডিও ক্লিপ শেয়ার করলেন কুণাল ঘোষ। বললেন দুর্ঘটনার পিছনে বড়সড় গোলমাল ছিল।

 

11:15 PM (IST) Jun 03

আহতদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্ঘটনায় নিহতের পরিবারের মানুষদের মাথায় হাত দিয়ে সমবেদনা প্রকাশ, আহতদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

11:14 PM (IST) Jun 03

বিরোধীদের পদত্যাগের দাবি উড়িয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

ওড়িশার দুর্ঘটনার পর থেকেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। যদিও ঘণ্টার ২৪ ঘণ্টারও বেশি সময় মনে তাঁর পদত্যাগ নিয়ে মুখ খুললেন রেলমন্ত্রী

11:14 PM (IST) Jun 03

রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মোদী সরকার ‘বন্দে ভারত’ চালু করে জনগণের চোখে ধাঁধা লাগাচ্ছে: রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

11:13 PM (IST) Jun 03

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট পেশ

প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে ১২৪৮ এর আপ মেইন লাইনের সিগন্যাল দেওয়া হয়েছিল। টেকঅফ করা হয়েছিল। কিন্তু ট্রেনটি একটি লুপ লাইনে প্রবেশ করে।

 

10:58 PM (IST) Jun 03

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নিয়ম শিথিল করল এলআইসি

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মধ্যে যাঁদের জীবনবিমা করা ছিল, তাঁদের পরিবার বিনিয়োগের ভিত্তিতে প্রাপ্য অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করা হল। ডেথ সার্টিফিকেট আবশ্যিক নয় বলে জানানো হল।

10:29 PM (IST) Jun 03

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকার্য প্রায় শেষ, জানাল রাজ্য সরকার

ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকার্য প্রায় শেষ। এখন শেষমুহূর্তের কাজ চলছে।

10:05 PM (IST) Jun 03

করমণ্ডল এক্সপ্রেসে নেই কবচ, তার ফলেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

দুর্ঘটনা রোখার জন্য ভারতীয় রেল বিভিন্ন ট্রেনে কবচের ব্যবস্থা করেছে। কিন্তু করমণ্ডল এক্সপ্রেসে সেই অত্যাধুনিক প্রযুক্তি নেই। তার ফলেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

09:49 PM (IST) Jun 03

ট্রেন দুর্ঘটনা নিয়ে একযোগে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ বিরোধীদের

তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স-সহ বিরোধী দলগুলি একযোগে ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে।

09:28 PM (IST) Jun 03

এখনও পর্যন্ত তামিলনাড়ুর কোনও বাসিন্দার দেহ উদ্ধার হয়নি

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়লেও, এখনও পর্যন্ত তামিলনাড়ুর কোনও বাসিন্দার মৃত্যুর কথা জানা যায়নি। তামিলনাড়ুর কারও দেহ উদ্ধার হয়নি।

09:12 PM (IST) Jun 03

ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য দিচ্ছে রাজ্য সরকার

শনিবার ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্ঘটনাস্থলেও যান। মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

08:49 PM (IST) Jun 03

ওড়িশার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৭৫ জন

ওড়িশার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ১,১৭৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৭৯৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩৮২ জনের চিকিৎসা চলছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা সবাই স্থিতিশীল। 

08:26 PM (IST) Jun 03

ট্রেন দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সবরকমভাবে সাহায্য করা হচ্ছে।

08:09 PM (IST) Jun 03

কর্মসূত্রে যাচ্ছিলেন কেরালা, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত তমলুকের শেখ আজিমুদ্দিন

শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। তাঁদের মধ্যে শেখ আজিমুদ্দিন নামে পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুরের বাসিন্দাও আছেন। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। কর্মসূত্রে কেরালা যাচ্ছিলেন আজিমুদ্দিন। ভয়াবহ রেল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার রাত এগারোটা নাগাদ তাঁর বাড়িতে মৃত্যুর খবর আসে। কেরালায় টাইলসের লেবারের কাজ করতেন তিনি। কিছু দিন আগে মামার বাড়ি যান আজিমুদ্দিন। সেখান থেকেই তিনি কেরালা যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেস ধরেন।

07:50 PM (IST) Jun 03

রেলমন্ত্রীর পদত্যাগ দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করছেন।

07:29 PM (IST) Jun 03

ওড়িশায় দুর্ঘটনার জেরে বাতিল ৫৮টি ট্রেন, ঘুরপথে ৮১টি ট্রেন

রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়িশায় দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৫৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ৮১টি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে এবং ১০টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। 

06:59 PM (IST) Jun 03

কতটা সুরক্ষিত আধুনিক LHB কোচ? প্রশ্ন উঠছে দুর্ঘটনার পরে

আধুনিক প্রযুক্তির এলএইচবি কোচে অত্যান্ত নিরাপদ বলেও দাবি করেছিল রেল কর্তৃপক্ষ। বালাসোরের দুর্ঘটনার পরই আধুনিক প্রযুক্তির কোচের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কতটা সুরক্ষিত আধুনিক LHB কোচ? করমণ্ডল - যশবন্তপুর এক্সপ্রেসের দুর্ঘটনার পর উঠছে একাধিক প্রশ্ন

 

06:55 PM (IST) Jun 03

মাত্র ২০ মিনিটের মধ্যেই হয়েছিল তিনটি ট্রেনের সংঘর্ষ

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় অনেকেই ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। কী হয়েছিল জানার আগেই মৃত্যু হয়। কারণ মাত্র ২০ মিনিটের মধ্যেই তিনটি ট্রেনের সংঘর্ষ হয়েছিল।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

Odisha train accident: মাত্র ২০ মিনিট! তারমধ্যেই তিনটি ট্রেনের সংঘর্ষে মৃত্যু শতাধিক যাত্রীর

 

06:53 PM (IST) Jun 03

বালাসোর দুর্ঘটনার পরে প্রশ্নের মুখে 'কবচ সুরক্ষা'

বালাসোরের ট্রেন দুর্ঘনার পরে আবারও প্রশ্নের মুখে রেলের 'কবচ সুরক্ষা' । এটি দুর্ঘটনা রুখতে পারে। কিন্তু ওড়িশা রুটে এই ব্যবস্থা চালুই হয়নি।

বাকিটা জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে 

বালাসোর দুর্ঘটনার পরে প্রশ্নের মুখে 'কবচ সুরক্ষা' , ঘটা করে উদ্বোধনের এক বছর পরেও মাত্র দুটি রুটে উপলব্ধ এটি

 

06:51 PM (IST) Jun 03

ওড়িশার বালাসোরের ট্রেন দুর্ঘটনার কেন্দ্রস্থলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী ঘটনাস্থল থেকে মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি আহতদের এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বাকিটা জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে। 

Odisha Train Tragedy: দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খতিয়ে দেখেন উদ্ধারকাজ- কথা বলেন আক্রান্তদের সঙ্গে

 

 

06:49 PM (IST) Jun 03

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ভয়াবহ ছবিগুলি দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে

মৃত্যুপুরী বালাসোর, উদ্ধার করা দেহ থরে থকে সাজানো। অন্যদিকে দুমড়ে যাওয়া কামরা থেকে ঝুলছে মানুষের কেটে যাওয়া হাত-পা। ২০ বছরে এমন দুর্ঘটনা দেখেনি ভারতীয় রেল।

মৃত্যুপুরী বালাসোর, করমণ্ডল-যশবন্তপুর-মালগাড়ির ধাক্কায় দুমড়ে যাওয়া কামরায় ঝুলছে মানুষের হাত-পা

 

 

06:19 PM (IST) Jun 03

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি কটকের হাসপাতালেও আহতদের সঙ্গে দেখা করবেন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কর্তৃপক্ষ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সরকার যাবতীয় সহযোগিতা করবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী