Coromandel Express Accident: বাতিল একগুচ্ছ ট্রেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রবিবার হাওড়া-বালেশ্বর রুটে চলবে দুটি বিশেষ ট্রেন

রবিবার রেলসূত্রে জানা যাচ্ছে হাওড়া থেকে বালাসোরে যাওয়ার জন্য দুটি বিশেষ ট্রেন চালানো হবে।

করোমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে ওড়িশায় থমকে রেল পরিষেবা। রবিবারও হাওড়া থেকে বাতিল একগুচ্ছ ট্রেন। ঘটনায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। হাওড়া স্টেশনে ক্রমেই বাড়ছে ভিড়। এই পরিস্থিতিতে রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টায় রেল। শনিবারই শেষ হয়েছিল উদ্ধার কাজ। রবিবার সকাল থেকে শুরু হয়েছে লাইন পরিষ্কার, লাইন পুনর্নির্মাণ এবং ওভারহেড তারে বিদ্যুতের কাজ। তবে এবার সাধারণ মানুষের সুবিধার্থে দু'টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।

রবিবার রেলসূত্রে জানা যাচ্ছে হাওড়া থেকে বালাসোরে যাওয়ার জন্য দুটি বিশেষ ট্রেন চালানো হবে। ৪ জুন, রবিবার হাওড়া থেকে বালাসোর এবং হাওড়া ফেরার দু'টি মেমু ট্রেন চালানো হবে। একটি ট্রেন হাওড়া থেকে ছাড়বে ১০টা ৩০ মিনিটে। আবার আরেকটি ট্রেন হাওড়া থেকে দুপুর ১টায় ছাড়বে। এই ট্রেনগুলি হাওড়া এবং বালাসোরের মধ্যে সমস্ত স্টেশনে থামবে বলে জানাচ্ছে রেল।

Latest Videos

খড়গপুর ভদ্রক শাখায় ১২৮৪১ শালিমার মাদ্রাজ করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে বহু ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে প্রকাশ করা হল বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলির সময়সূচি এবং তালিকা। এক নজরে দেখে নিন:

১. 12703 (হাওড়া - সেকেন্দ্রাবাদ) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

২. 12245 (হাওড়া - বেঙ্গালুরু) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৩. 18045 (শালিমার- হায়দ্রাবাদ) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৪. 22855 (সাঁতরাগাছি -তিরুপতি ) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৫. 12841 (শালিমার- চেন্নাই) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৬. 18037 (খড়গপুর- জাজপুর কেওনঝড়) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৭. 18043 (হাওড়া -ভদ্রক) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৮. 22889 (দিঘা - পুরী) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৯. 18409 (শালিমার-পুরী) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১০. 08416 (পুরী- জামশেদপুর) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১১. 12892 (পুরী- বাংরিপোসি) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১২. 18022 (খড়দা- খড়গপুর) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১৩. 08412 (ভুবনেশ্বর-BLS) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১৪. 12838 (পুরী- হাওড়া) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১৫. 12801 (পুরী- নয়া দিল্লি) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১৬. 12888 (পুরী- শালিমার) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও