Train Cancelled: করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে বাতিল হল বহু ট্রেন, দেখে নিন তালিকা

Published : Jun 04, 2023, 10:07 AM IST
Shri Jagannath Yatra tourist train

সংক্ষিপ্ত

ট্রেন বাতিল না করে কিছু কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালিত করা হয়েছে। কয়েকটি ট্রেনের সময় বদলে দেওয়া হয়েছে।

খড়গপুর ভদ্রক শাখায় ১২৮৪১ শালিমার মাদ্রাজ করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে বহু ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে প্রকাশ করা হল বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলির সময়সূচি এবং তালিকা। এক নজরে দেখে নিন:

বাতিল হয়েছে:

১. 12703 (হাওড়া - সেকেন্দ্রাবাদ) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

২. 12245 (হাওড়া - বেঙ্গালুরু) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৩. 18045 (শালিমার- হায়দ্রাবাদ) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৪. 22855 (সাঁতরাগাছি -তিরুপতি ) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৫. 12841 (শালিমার- চেন্নাই) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৬. 18037 (খড়গপুর- জাজপুর কেওনঝড়) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৭. 18043 (হাওড়া -ভদ্রক) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৮. 22889 (দিঘা - পুরী) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

৯. 18409 (শালিমার-পুরী) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১০. 08416 (পুরী- জামশেদপুর) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১১. 12892 (পুরী- বাংরিপোসি) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১২. 18022 (খড়দা- খড়গপুর) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১৩. 08412 (ভুবনেশ্বর-BLS) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১৪. 12838 (পুরী- হাওড়া) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১৫. 12801 (পুরী- নয়া দিল্লি) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

১৬. 12888 (পুরী- শালিমার) J.C.O । ০৪.০৬. ২০২৩ তারিখে ছাড়ার কথা ছিল।

ট্রেন বাতিল না করে কিছু কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালিত করা হয়েছে। সেই ট্রেনগুলির তালিকা:

১. 12663 (হাওড়া -তিরুচিরাপল্লী ) J.C.O ০৪.০৬. ২০২৩ তারিখে ঘুরিয়ে দেওয়া হয়েছে VIA খড়গপুর-টাটা-রাউরকেলা-ঝাড়সুগুদা.

২. 12504 (আগরতলা- বেঙ্গালুরু) J.C.O 03.06.23 ঘুরিয়ে দেওয়া হয়েছে VIA খড়গপুর-টাটা-রাউরকেলা-ঝাড়সুগুদা.

৩. 18477 (পুরী -ঋষিকেশ) J.C.O ঘুরিয়ে দেওয়া হয়েছে VIA সম্বলপুর- ঝাড়সুগুদা

সময়সূচি বদলানো হয়েছে:

১. 12819 (ভুবনেশ্বর- আনন্দ বিহার টার্মিনাল) J.C.O ০৪.০৬. ২০২৩ তারিখে সময় বদলে ৪ ঘণ্টা দেরিতে ছাড়া হবে।

১৮ নম্বর বুলেটিন জারি করে এই ঘোষণা করেছে ভারতীয় রেলের দক্ষিণ- পূর্ব শাখা।

আরও পড়ুন-

চলন্ত ট্রেনের মধ্যে যুবকের যৌনাঙ্গ স্পর্শ করে বৃহন্নলাদের জুলমবাজি, দিঘাগামী ট্রেনে চূড়ান্ত অসভ্যতা
কলকাতায় ফের মেট্রোর লাইনে ঝাঁপ, শনিবার সন্ধ্যায় যাত্রীদের চরম ভোগান্তি
কীভাবে ঘটল করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা? একসাথে ৩টি ট্রেনের ধাক্কা লাগা নিয়ে উঠছে বড় প্রশ্ন

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি