করোনা সংক্রমণ রুখতে বিকেলে সার্ক নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর

  • সার্ক দেশ গুলির সঙ্গে বিকেলে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর
  • বৈঠক হবে বিকেল ৫টায় 
  • স্বাস্থ্যকর গ্রহের জন্য সময়োপযোগী পদক্ষেপের প্রয়োজন, সোশ্যাল মিডিয়ায় বার্তা প্রধানমন্ত্রীর
  • ভিডিও কনফারেন্স অংশ নেবে পাকিস্তান

করোনার সংক্রমণ রুখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন সার্কভুক্ত দেশগুলি। সেই মতই রবিবার বিকেলে ভিডিও কনফারেন্স হওয়ার কথা। আর সেই বিষয় নিয়ে সকালেই ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমেই তিনি বলেছিলেন স্বাস্থ্যকর গ্রহের জন্য সময়োপযোগী পদক্ষেপ প্রয়োজন। তারপরই তিনি বলেন আজ বিকেল পাঁচটায়  সার্ক নেতত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হবে। করোনাভাইরাস মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা হবে। সার্কভুক্ত দেশগুলি যদি যৌথ উদ্যোগে কাজ করে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অনেক সহজ হবে। উপকার পাবেন আমাদের নাগরিকরা। 

 

দুদিন আগেই প্রধানমন্ত্রী সার্কভুক্ত দেশগুলির  সঙ্গে ভিডিও কনফারেন্সের আশা প্রকাশ করেছিলেন। করোনাভাইরাস সংক্রমণ রুখতে কথা বলতে চান বলেও জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়েছে সবকটি দেশে। কথা বলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানও। তবে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখ্যপাত্র জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান কনফারেন্স অংশ নেবেননা। পরিবর্তে অংশ নেমেব পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা। সেইমত রবিবার বিকেল পাঁচটায় সার্কভুক্ত দেশগুলির সঙ্গে হবে। 

ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা- দক্ষিণ এশিয়ার এই আটটি দেশ সার্কভুক্ত দেশের আওয়াত পড়েছে। এরমধ্যে এখনও পর্যন্ত ভারতেও করোনার প্রকোপ সবথেকে বেশি। তবে প্রত্যেকটি দেশই সচেতনতা অবলম্বন করতে শুরু করেছে। বেশ কয়েকদিন আগেই করোনা পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান আফগান সীমান্ত বন্ধ করে দিয়েছিলে। সার্কভুক্ত সবকটি দেশের শিয়া তীর্থ যাত্রীরা এই সময় ইরানে যায়। আর ইরানে করোনায় প্রকোপ বাড়ায় সেই দেশ থেকে তড়িঘড়ি তীর্থ যাত্রীদের ফিরিয়ে আনা হয়েছে। 

বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্ট  অনুযায়ী সার্কভুক্ত দেশগুলিতে ১২৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। যার মধ্যে পাকিস্তানে সংখ্যা হল ২০। 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari