টানা ১৬ দিন দেশে দৈনিক আক্রান্ত ৫০ হাজারের উপরে, রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ৮ লক্ষের বেশি

  • দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৬০ হাজারের উপরে
  • মোট আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৬০ হাজারের বেশি
  • কোভিড ১৯ রোগে দেশে মৃত্যু ৪৮ হাজার ছাড়িয়েছে
  • তবে সুস্থতার হার বেড়ে হয়েছে  ৭০.৭৭ শতাংশ

চিত্রটা বদলালো না শুক্রবারও। ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের উপরে। বৃহস্পতিবার দৈনিক আক্রান্ত রেকর্ড গড়ে প্রায় ৬৭ হাজারে পৌঁছেছিল। শুক্রবার সেই সংখ্যা কিছুটা কমলেও তা যথেষ্টই আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার হয়েছে ৬৪,৫৫৩ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ লক্ষ ৬১ হাজার ১৯১।

 

Latest Videos

 

বৃহস্পতিবারই ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যায় ৪ নম্বরে উঠে এসেছিল ভারত। গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ রোগ প্রাণ কেড়েছে ১,০০৭ জনের। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ৪৮ হাজারে পৌঁছেছে।

আরও পড়ুন: গ্রামের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আয়, হাসপাতালে ভর্তি হওয়ার আগে ছেলের কাছে আবদার ছিল প্রণবের

এসবের মধ্যে অবশ্য আশার খবর দেশে সুস্থতার হার। ভারতে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছে ১৭ লক্ষ ৫১ হাজার ৫৫৬। ফলে সক্রিয় রোগীর সংখ্যা দেশে এখন ৬ লক্ষ ৬১ হাজার ৫৯৫। দেশে সুস্থতার হার আরও খানিকটা বেড়েছে। ৭০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭০.৭৭ শতাংশ। কোভিডে মৃত্যুর হার নেমে এসেছে ১.৯৬ শতাংশে।

আরও পড়ুন: চিকিৎসায় সাড়া দিচ্ছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, আশ্বস্ত করলেন প্রণব পুত্র

এদিকে করোনর নমুনা পরীক্ষায় নতুন রেকর্ড গড়ল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার গোটা দেশে আট লক্ষের উপর কোভিড টেস্ট হয়েছে। দিন কয়েক আগেও যা ভাবা সম্ভব ছিল না। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত ২ কোটি ৬৮ লক্ষ ৪৫ হাজার ৬৮৮টি নমুনার কোভিড পরীক্ষা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় সব রাজ্য মিলিয়ে ৮ লক্ষ ৩০ হাজার ৩৯১ নমুনার কোভিড টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষের হিসেবে টেস্টের হার ১৯ হাজার ৪৫৩।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি