প্রয়াত সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি

Published : Sep 12, 2024, 04:14 PM ISTUpdated : Sep 12, 2024, 04:30 PM IST
Sitaram Yechury

সংক্ষিপ্ত

প্রয়াত সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক এবং প্রাক্তন রাজ্যসভা সাংসদ সীতারাম ইয়েচুরি

প্রয়াত সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক এবং প্রাক্তন রাজ্যসভা সাংসদ সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার দিল্লি এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সীতারাম ইয়েচুরিকে দিল্লি এইমসের আইসিইউতে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য চিকিৎসাধীন ছিলেন।

সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ১৯ আগস্ট দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS) ভর্তি করা হয়েছিল। গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়েছিল ওনার। শুরু থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সোমবার ৯ সেপ্টেম্বর রাতে তার অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে থাকার পর বৃহস্পতিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু বলেন, “সীতারামবাবু আর নেই।"

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo