সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক, রয়েছেন আইসিইউতে

Published : Sep 10, 2024, 05:10 PM IST
sitaram yechury

সংক্ষিপ্ত

বেশ সঙ্কটজনক তিনি। সিপিএমের (CPM) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) যথেষ্ট সঙ্কটজনক। সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে।

বেশ সঙ্কটজনক তিনি। সিপিএমের (CPM) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) যথেষ্ট সঙ্কটজনক। সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে।

মঙ্গলবার, প্রকাশিত সেই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ার দরুণ তাঁকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে। ইতিমধ্যেই চিকিৎসকদের একটি দল ইয়েচুরির শারীরিক অবস্থার উপর নজর রেখেছেন এবং পর্যবেক্ষণ করছেন।

দলীয় সূত্রের খবর, ইয়েচুরির ফুসফুসে একদিকে সংক্রমণ ধরা পড়েছে। সেই সংক্রমণ ছড়িয়ে গেছে ফুসফুসের বাকি অংশেও। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই সময়, সিপিএমের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, কিছু কিছু সংবাদমাধ্যম অতিরঞ্জিত করে বলছে।

এমনকি, দলের তরফ থেকে এও বলা হয় যে, ইয়েচুরি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে মঙ্গলবার, দলের বিবৃতিতেই ইয়েচুরির অবস্থাকে সঙ্কটজনক বলে উল্লেখ করা হল।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, গত ২-৩ দিন ধরেই ইয়েচুরির ফুসফুসে সংক্রমণ থাকায়, পরিস্থিতি কখনও ভালো, আবার কখনও খারাপ হচ্ছে। প্রচুর ধূমপান করতেন তিনি। ফলে, নিউমোনিয়া থেকে ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই সংক্রমণের কারণে, তিনি দিল্লীর হাসপাতালে আপাতত চিকিৎসাধীন।

তাঁকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে। উল্লেখ্য, গত ২০ অগাস্ট থেকে ইয়েচুরি দিল্লী এইমসে চিকিৎসাধীন। সেইজন্য, গত ২২ অগাস্ট প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভাতেও উপস্থিত থাকতে পারেননি তিনি।

তাই হাসতাপাতাল থেকেই একটি ভিডিওবার্তা পাঠান। তার আগে গত ৭ অগাস্ট সীতারাম ইয়েচুরির চোখের ছানি অস্ত্রোপচার হয়। যে কারণে, গত ৯ অগাস্ট বুদ্ধদেবের শেষযাত্রাতেও থাকতে পারেননি দলের সাধারণ সম্পাদক।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন