
Doda Accident : চোখের জলে শেষ বিদায়! বীর জওয়ানদের হারিয়ে শোকে কাঁদছে গোটা দেশ
Doda Accident : জম্মুর ভাদেরওয়ায় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ ডোডা জেলার ভাদেরওয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনার গাড়িটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ২১ জন জওয়ান ছিলেন ৷ তাদের মধ্যে ১০ জন প্রাণ হারান।
Doda Accident : জম্মুর ভাদেরওয়ায় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ ডোডা জেলার ভাদেরওয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনার গাড়িটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ২১ জন জওয়ান ছিলেন ৷ তাদের মধ্যে ১০ জন প্রাণ হারান। হোয়াইট নাইট কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল পি কে মিশ্র নিহত জওয়ানদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।