বিহার নির্বাচনে ধরাসায়ী বিরোধী জোট। কংগ্রেস ও আরজেডি মুখ রক্ষা হয়নি। মোদী-নীতিশ ঝড়ে বিরোধী জোট তছনছ হয়েগেছে। এই অবস্থায় বিপর্যস্ত কংগ্রেস ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, বিরোধী জোট ইন্ডিয়া ব্লকেও ফাটল লাগতে শুরু করেছে।
বিহার নির্বাচনে ধরাসায়ী বিরোধী জোট। কংগ্রেস ও আরজেডি মুখ রক্ষা হয়নি। মোদী-নীতিশ ঝড়ে বিরোধী জোট তছনছ হয়েগেছে। এই অবস্থায় বিপর্যস্ত কংগ্রেস ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, বিরোধী জোট ইন্ডিয়া ব্লকেও ফাটল লাগতে শুরু করেছে। ইতিমধ্যেই রাহুল গান্ধীকে সরিয়ে দেওয়ার ডাক উঠেছে জোটের মধ্যেই। তবে সেখানেও বিবাদ অব্যাহত।
25
TMC vs SP
সূত্রের খবর, রাহুল গান্ধীকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আওয়াজ তোলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের মুখ করা উচিৎ। অন্যদিকে জায়গা ছাড়তে নারাজ অখিলেশ যাদবের জন সমাজবাদী পার্টি। এসপির পক্ষ থেকে অখিলেশ যাদবকেই বিরোধী জোটের মুখ করার দাবি উঠেছে। তবে এই বিষয়ে নীরব কংগ্রেস।
35
কংগ্রেস নীরব
বিহারের শোচনীয় হারের পর কংগ্রেস এখনও পর্যন্ত নীরব। রাহুল গান্ধীর আর তেমনভাবে দেখা পাওয়া যায়নি। যদিও বিহারের ফলকে রাহুল গান্ধী আশ্চার্যজনক ফলাফল বলে অভিহিত করেছেন। কিন্তু তারপর দল কোন পথে যাবে তা নিয়ে কোনও বার্তা দেননি। এই পরিস্থিতিতেই তৃণমূলের পক্ষ থেকে জোরালো আওয়াজ উঠেছে মমতাকে ইন্ডিয়া ব্লকের মুখ করার।
তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই মমতা বন্দ্যোপাধ্য়ায়ই মুখ। তিনি আরও বলেছেন ২০২৬ সালে বাংলার বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পাবে তৃণমূল কংগ্রেস। তাতে মমতার আসন আরও শক্তিশালী হবে বলেও জানিয়েছেন কল্যাণ। তিনি বলেন, কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করতে বারবার ব্যর্থ হচ্ছে। তাই এবার মমতাকেই ইন্ডিয়া জোটের মুখ করা উচিৎ।
55
অখিলেশকে নিয়ে সওয়াল
অন্যদিকে বিহার ভোটের ফল প্রকাশের আগেই সমাজবাদী পার্টির বিধায়ক রবিদাস মেহরোত্রা রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি রাহুলকে জন নায়ক বলার জন্য কংগ্রেসের সমালোচনা করেন। অশিলেশের পাশে দাঁড়িয়ে রবিবার ইন্ডিয়া জোটের নেতৃত্বে রাহুল থাকার বিষয়ে আপত্তি জানান। তিনি অখিলেশের পক্ষেই সওয়াল করেন।