- Home
- India News
- সন্ত্রাসের 'বিষ' ঢালতে সোশ্যাল মিডিয়া হাতিয়ার উমরের, জইশের স্লিপার সেলের দায়িত্ব ছিল তার ওপর
সন্ত্রাসের 'বিষ' ঢালতে সোশ্যাল মিডিয়া হাতিয়ার উমরের, জইশের স্লিপার সেলের দায়িত্ব ছিল তার ওপর
দিল্লি বিস্ফোরণে হত চিকিৎসক উমর উন নবি সম্পর্কে বিস্ফোরক তথ্য হাতে পেল তদন্তকারীরা। চিকিৎসক ছিল জইশের স্লিপার সেলের দায়িত্বে। নিজেই বেছে বেছে তরুণ তরুণী নিয়োগ করেই তাদের মগজধোলাই করত।

ডক্টর উমর সম্পর্কে বিস্ফোরক তথ্য
দিল্লি বিস্ফোরণে হত চিকিৎসক উমর উন নবি সম্পর্কে বিস্ফোরক তথ্য হাতে পেল তদন্তকারীরা। চিকিৎসক ছিল জইশের স্লিপার সেলের দায়িত্বে। নিজেই বেছে বেছে তরুণ তরুণী নিয়োগ করেই তাদের মগজধোলাই করত।
উমরের টার্গেট
তদন্তকারী সূত্রের খবর, উমর উন নবি বেছে বেছে শিক্ষিত তরুণ তরুণীদেরই টার্গেট করত। বিশেষ করে যাদের কোনও অপরাধের পূর্ব রেকর্ড নেই। এমন তরুণ তরুণীদেরই উমর টার্গেট করত যাতে কেউ সন্দেহ না করে। তাদের মনের মধ্যে সন্ত্রাসের বিষ ঢেলে দিত।
উমরের হাতিয়ার
উমর সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষের বিষ ছড়াত। সেখান থেকেই তরুণ-তরুণীদের সঙ্গে বন্ধুত্ব পাতাত। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েই উমর সন্ত্রাসবাদ আর কট্টরপন্থার বীজ ছড়িয়ে দিত। খুব চাতুরির সঙ্গেই নতুন প্রজন্মের মধ্যে সন্ত্রাসবাদের বিষ ছড়িয়ে দিত। এই কাজের জন্য উমরের বেশ কয়েকজন সহযোগী ছিল। তাদেরও সন্ধান পেয়েছে তদন্তকারীরা।
উমরের ফোন থেকেই সন্ধান
তদন্তকারীদের সূত্রের খবর উমরের ফোন থেকেই এইসব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকীরা। তদন্তকারীরার আরও জানতে পেরেছে উমর স্লিপার সেলের জন্য মূলত জম্মু ও কাশ্মীরের তরুণ-তরুণীদের বাছত। তবে সেই জাল ধীরে ধীরে ছড়়িয়ে পড়েছিল হরিয়ানা পর্যন্ত।
জঙ্গি নিয়োগের ধরনের পরিবর্তন
তদন্তকারীদের একটি সূত্র বলছে গত কয়েক বছর ধরেই জঙ্গি নিয়োগের ধরনে বিশেষ পরিবর্তন হয়েছে। বর্তমানে মূলত শিক্ষিত তরুণ তরুণীদেরই টার্গেট করছেন পাকিস্তানের জইশের মত সংগঠনগুলি। পাশাপাশি এমন তরুণ তরুণীদের টার্গেট করা হচ্ছে যাদের অপরাধের কোনও পূর্ব রেকর্ড নেই, পরিবারের সদস্যরা মোটের ওপর শিক্ষিত ও অপরাধের রেকর্ড নেই তাদেরই টার্গেট করা হয়। সেই কাজই সুনিপুন ভাবে করত উমর।

