ভক্তদের নিয়ে ভেঙে পড়ল ক্রেন, তামিলনাড়ুতে মন্দির উৎসবে মৃত ৪ ও জখম ৯

Published : Jan 23, 2023, 10:40 AM ISTUpdated : Jan 23, 2023, 01:41 PM IST
Bangla_Tamilnadu

সংক্ষিপ্ত

তামিলনাড়ু-তে ফের অঘটন। ধর্মপ্রাণ এই রাজ্যে প্রায় রোজই কিছু না কিছু ঘটনা ঘটতে থাকে। এবার এক মন্দিরের উৎসবেই ভেঙে পড়ল ভক্তদের একটা ক্রেন। যার ভিডিও এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। 

তামিলনাড়ুতে ভেঙে পড়ল ক্রেন। ভক্তদের নিয়ে এই ভেঙে পড়া ক্রেন-এ বসে থাকা ভক্তদের মধ্যে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু ঘটেছে। জখম ৯ জন। জানা গিয়েছে, চেন্নাই-এর কাছে নেমিলি-র কিলভেদি গ্রামে দ্রৌপদী আম্মান উৎসব চলছিল। সেখানেই এই ঘটনা।

রবিবার দিনভর এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে হাজার হজার মানুষের ভিড় জমেছিল কিলভেদি গ্রামে। জানা গিয়েছে, রাত ৮.১৫ মিনিট নাগাদ দ্রৌপদী আম্মান অনুষ্ঠানের জন্য ক্রেনে করে কিছু মানুষকে পারাপার করা হচ্ছিল। আর সেই সময়ই দেখা যায় ক্রেনটি একস্থান থেকে আর এক স্থানে সরে যাওয়ার সময় ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলে মানুষের যথেষ্ট ভিড় ছিল। ফলে ভাঙা ক্রেনের তলায় বেশকিছু মানুষ চাপা পড়ে যায়। এর সঙ্গে ক্রেনেও কিছু মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল।

PREV
click me!

Recommended Stories

ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া
রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল