প্রথমে যৌন ইঙ্গিত পরে নিজের মামির মুখে বালিশ চাপা দিয়ে খুন! কীভাবে ধরা পড়ল দশম শ্রেণির কিশোর?

Published : Jun 21, 2024, 08:26 AM ISTUpdated : Jun 21, 2024, 09:24 AM IST
crime

সংক্ষিপ্ত

প্রথমে যৌন ইঙ্গিত পরে নিজের মামির মুখে বালিশ চাপা দিয়ে খুন! হাড় হিম করা ঘটনায় অভিযুক্ত দশম শ্রেণির কিশোর

নিজের মামিকে যৌন ইঙ্গিত। পরে নিষ্ঠুর ভাবে খুন করল দশম শ্রেণির  কিশোর। ঘটনা জানলে রীতিমতো হাড় হিম হয়ে যাবে। দক্ষিণ কান্নার (Kannada) জেলার উপ্পিনানগারি শহরের কাছের একটি গ্রামের ঘটনা। এই গ্রামেই নিজের মামিকে খুন করেছে এক দশম শ্রেণির নাবালক। রবিবার রাতে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতেই ছিলেন অভিযুক্ত কিশোর। পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, যে সে তার মামিকে নানা অশালীন ইঙ্গিত করত। রবিবারও এমন ঘটনা ঘটে। 

এরপর তাকে অত্যন্ত বকাবকি করে কিশোরের মামি। এরপরে জানাজানির ভয়ে মামির মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে অভিযুক্ত। পরে বাড়ির লোকেদের ডেকে মামির মৃত্যুর খবর জানায় ওই কিশোর। সে সকলকে জানায় যে তার মামির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। 

কিন্তু মৃতার হাতে পায়ে আঁচড়ের দাগ দেখে সন্দেহ হয় অভিযুক্তের বাবার। পরে পুলিশে খবর দেওয়া হয়। শেষমেশ পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে নেয় ওই কিশোর।

PREV
click me!

Recommended Stories

সংসদে 'SIR' নিয়ে বিরোধীদের কড়া জবাব, বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
কবে থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন? রিপোর্ট নিয়ে সামনে এল বড় তথ্য