কী মর্মান্তিক! রাঁচিতে ভয়ঙ্কর ভাবে খুন বাংলার ডিজে, সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে উঠল পুলিশ

কী মর্মান্তিক! রাঁচিতে ভয়ঙ্কর ভাবে খুন বাংলার ডিজে, সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে উঠল পুলিশ

রাঁচিতে নির্দয় ভাবে খুন করা হল বাংলার এক ডিজেকে। মৃত ওই ডিজে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। রাঁচির এক পানশালায় নৃশংসভাবে খুন করা হয় ওই যুবককে। নিহত ওই যুবকের নাম সঞ্জীব বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক কী হয়েছিল সেদিন?

জানা যায়, রাঁচির ওই পানশালায় আসা বেশ কিছু যুবকদের সঙ্গে হাতাহাতি লাগে পানশালার বাউন্সারদের । তারপরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। অমানবিক ভাবে হত্যা করা হয় ওই ডিজেকে। ঘটনায় অভিযুক্ত একজনকেও এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। 

Latest Videos

আরও পড়ুন: ফের দিল্লি কাণ্ডের ছায়া! প্রথমে ব্ল্যাকমেইল, পরে চলন্ত বাসে নির্দয় ভাবে ধর্ষণ করা হল নাবালিকাকে

কিন্তু কীভাবে প্রাণ গেল সঞ্জীবের? স্থানীয় পুলিশ সূত্রে খবর। মহিলাদের উত্যক্ত করা নিয়ে বেশ কয়েকজন যুবকের সঙ্গে হাতাহাতি হয় পানশালার বাউন্সারদের। তারপরেই পানশালার বাইরে থাকা কয়েকজন দুষ্কৃতী সেখানে ঢুকে পর পর ছয় রাউন্ড গুলি চালায়। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সঞ্জীবের।

পানশালার সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। যাতে সঞ্জীবের দিকে বন্দুক নিয়ে এগিয়ে যেতে দেখা গিয়েছে এক দুষ্কৃতীকে। এরপরই গুলি করা হয়েছে তাঁকে। তবে মৃত ওই ডিজে পশ্চিমবঙ্গের কোথায় থাকেন তা জানা যায়নি এখনও। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

      আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

Share this article
click me!

Latest Videos

Shankar Ghosh : বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি বিধায়করা, দেখুন কী বলছেন শঙ্কর ঘোষ
Suvendu Adhikari: এবার কী গাড়িতে হেলমেট রাখবেন শুভেন্দু? দেখুন কী বলছেন রাজ্যের বিরোধী দলনেতা
'এটাই শেষ লড়াই আমাদের' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari Baruipur Rally
‘Mamata Banerjee-র বিদায়েই মুক্তি Sanatani সমাজের!’ Tamluk থেকে Suvendu Adhikari-র তীব্র হুঁশিয়ারি
Nadia News: ভোটের আগে তোলপাড় Nadia! রাস্তার ধারে মিলল বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়