ফের দিল্লি কাণ্ডের ছায়া! প্রথমে ব্ল্যাকমেইল, পরে চলন্ত বাসে নির্দয় ভাবে ধর্ষণ করা হল নাবালিকাকে

Published : May 28, 2024, 09:40 AM IST
rape news

সংক্ষিপ্ত

ফের দিল্লি কাণ্ডের ছায়া! প্রথমে ব্ল্যাকমেইল, পরে চলন্ত বাসে নির্দয় ভাবে ধর্ষণ করা হল নাবালিকাকে

ফের দিল্লি কাণ্ডের ছায়া! চলন্তভাবে নির্দয় ভাবে নাবালিকাকে ধর্ষণ। স্লিপার বাসের সিটেই ধর্ষণ করা হয় নাবালিকাকে। অভিযুক্তের নাম অনিল মেঘওয়াল বলে জানা গিয়েছে। চুরুর ধাধরিয়া বনরোতন গ্রামের বাসিন্দা অলিল। পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে ওই গ্রামেরই এক নাবালিকাকে নেশাজাতীয় দ্রব্যে জুস মিশিয়ে খাইয়েছিল অভিযুক্ত ও তার বন্ধুরা। এরপর নির্যাতিতার গোপন ছবি নিয়েও ব্ল্যাকমেলও করে অভিযুক্তরা।

এরপরেই ঘটে সেই ভয়াবহ ঘটনা গত ২৮ এপ্রিল স্থানীয় দোকানে যাচ্ছিলেন নাবালিকা। তখন ফের তাকে তার অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে ভয় দেখান হয়। এরপর তাকে অপহরণ করে নিয়ে যায় অনিল ও তার বন্ধুরা।

এরপর নাবালিকাকে নিয়ে একটি স্লিপার বাসে ওঠে অভিযুক্ত। চলন্ত বাসেই ধর্ষণ করা হয় নাবালিকাকে। গত ২৬ মে পুলিশের কাছে অভিযোগ জানান নির্যাতিতা। নির্যাতিতা অষ্টম শ্রেনীর ছাত্রী বলে জানা গিয়েছে। মাত্র ১২ বছর বয়সে প্রথম তাকে ধর্ষণ করা হয়।

তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ইতিমধ্যেই তাকে আদালতে তোলা হলে তাকে ২ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনিলকে।

নির্যাতিতার বয়ান অনুযায়ী জানা যায়,প্রথমে তার এফআইআর নেয়নি পুলিশ। পরে এসপি অফিসে গিয়ে পুরো ঘটনা খুলে বলে নির্যাতিতা ও তার বাবা। এরপর এসপির নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়।

                   আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব