বীর যোদ্ধার লড়াই হল শেষ, সন্ত্রাস হামলায় শহিদ এএসআই বাদোল নরেশকে আনা হল তাঁর বাড়িতে

  • এএসআই বাদোল নরেশের শেষ বিদায়
  • তাঁকে আনাহল তাঁর নাগরপুরের বাড়িতে
  • বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে জঙ্গি আক্রমণে শহিদ হন তিনি
  • বাদোল নরেশের মৃত্যুতে ছায়া তাঁর নাগরপুরের বাড়িতে

শহিদ সিআরপিএফের এএসআই বাদোল নরেশ উমরাওকে নিয়ে যাওয়া হল তাঁর নাগরপুরের বাড়িতে। তাঁকে চিরবিদায় জানানোর জন্যই নিয়ে যাওয়া হল তাঁর পরিবারের কাছে। বৃহস্পতিবার জম্মুকাশ্মীরে জঙ্গি আক্রমনের পর খবর এসেছিল একজন সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বাডগাম জেলার ছাদুরা এলাকায় এই আক্রমণ হয়। এর পরে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু তার পরেও শেষ রক্ষা হয়নি। ওই সেনা হাসপাতালেই মৃত্যু হয়। বাদোল নরেশ ছাড়া আর কারও হতাহতের খবর নেই। বৃহস্পতিবার শ্রীনগরে সেনাদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়।    

Latest Videos

২৪ ঘন্টার মধ্যে দুবার সেখানে সন্ত্রাস হমলা হয়। আর এই দ্বিতীয়বারের হামলাতেই প্রণ হারান নরেশ উমরাও। সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এই হামলা হয় বলে জানা যাচ্ছে। সেখানে কর্মরত এক সেনা জানিয়েছেন মটরসাইকেলে করে এসেছিল ওই সন্ত্রাস বাহিনীর দল।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'লটারি কেলেঙ্কারিতে ভাইপো সরাসরি যুক্ত' সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari