ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়ার আশঙ্কায় বন্ধ পুরীর জগন্নাথ মন্দির, কোনার্কের সূর্যমন্দির

Published : Oct 23, 2024, 08:08 PM IST

বৃহস্পতিবার ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'দানা'। ওড়িশা সরকারের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করছে।

PREV
17
ঘূর্ণিঝড়ের আতঙ্ক ওড়িশায়, পুণ্যার্থীদের জন্য বন্ধ করা হল পুরীর জগন্নাথ মন্দির

ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। ক্ষয়ক্ষতির আশঙ্কায় পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগ।

27
কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখা হল

জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের সময় যাতে কোনওরকম ক্ষয়ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখা হল।

37
বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা পার্ক ও ধামারা বন্দরের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'।

47
ঘূর্ণিঝড় 'দানা'-র ফলে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় 'দানা' স্থলভাগে আছড়ে পড়ার সময় বাতাসের সর্বাধিক গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সবচেয়ে বেশি গতি হতে পারে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার।

57
ওড়িশা সরকার ও জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগ মন্দির, স্থাপত্য, বনাঞ্চল রক্ষার উদ্যোগ নিয়েছে

ওড়িশা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে যাতে ক্ষতি না হয় সেটা নিশ্চিত করতে ময়ূরভঞ্জ জেলায় সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প, কেন্দ্রাপাড়া জেলায় ভিতরকণিকা জাতীয় উদ্যান বন্ধ রাখা হচ্ছে।

67
পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি কোনার্ক সূর্যমন্দিরও বন্ধ রাখা হচ্ছে

ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কায় জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে কোনার্ক সূর্য মন্দিরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

77
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ওড়িশায় মন্দির, স্থাপত্য, জাদুঘর, স্কুল বন্ধ রাখা হচ্ছে

ওড়িশার গঞ্জাম, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ, কেওনঝড়, ঢেঙ্কানল, জাজপুর, অঙ্গুল, খুরদা, নয়াগড়, কটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে স্কুল বন্ধ থাকছে।

click me!

Recommended Stories