Cyclone Dana: ২৩ অক্টোবর থেকে শুরু ভয়ঙ্কর বৃষ্টিপাত! এই রাজ্যে কেমন তাণ্ডব চালাবে সাইক্লোন 'দানা'?

২৩ অক্টোবর থেকে শুরু ভয়ঙ্কর বৃষ্টিপাত! এই রাজ্যে কেমন তাণ্ডব চালাবে সাইক্লোন 'দানা'?

Anulekha Kar | Published : Oct 23, 2024 9:04 AM / Updated: Oct 23 2024, 09:09 AM IST
17

শুক্রবারই ল্যান্ডফল হবে সাইক্লোন 'দানা'র। বৃহস্পতিবার রাতের মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করবে এই ঘূর্ণিঝড়।

27

আগামী ২৪ থেকে ২৫ তারিখ কলকাতার অবস্থা ভয়ঙ্কর হতে পারে! সারাদিন তাণ্ডব চালাবে দানা।

37

কমলা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া এবং বাঁকুড়াতে।

47

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও সারাদিন চলবে দুর্যোগ। ঝড়ের গতিবাগ হবে ৫০ থেকে ১০০ কিমি। ৪০ থেকে ৮০ কিমি বেগে ঝড় বইবে রাজ্যের অন্যান্য জেলায়।

57

গতকালের নিম্নচাপ আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। সাগরদ্বীপ থেকে আর মোটে ৭৭০ কিমি দূরে রয়েছে এই সাইক্লোন। সর্বোচ্চ ১২০ কিমি গতি নিয়ে সাগরদ্বীপ থেকে পুরীর মধ্যে উপকূল ভাগে প্রবেশ করবে।

67

নিম্নচাপটি বর্তমানে কোথায় রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে উপকূলরক্ষী বাহিনী। বর্তমানে নিম্নচাপটি ৭৭০কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং খেপুপাড়া থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

77

আগামী ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলায় তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos