Cyclone Dana: পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ওডিশা সরকার, জেনে নিন ‘দানা’ মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হল

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় 'দানা'র শক্তি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ওডিশা ও বাংলার উপকূলে আছড়ে পড়বে দানা। ঝড়ের গতিবেগ ১০০ থেকে ১২০ কিমি পৌঁছাতে পারে।
Sayanita Chakraborty | Published : Oct 23, 2024 10:34 AM IST / Updated: Oct 23 2024, 04:43 PM IST
110

মঙ্গলবার গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। বুধবার থেকে শক্তি বাড়বে দানা-র। বৃহস্পতিবার ওডিশা ও বাংলার উপকূলে আছড়ে পড়বে দানা। ঝড়ের গতিবেগ পৌঁছাতে পারে ১০০ থেকে ১২০ কিমি।

210

দুর্যোগের আশঙ্কা বাংলা ও ওডিশার উপকূলে। যে কারণে ইতিমধ্যে ২০০ টি ট্রেন বাতিল করেছে ওডিশা। পর্যটনশূন্য পুরীতে। রাজ্য জুড়ে মোতায়েন হয়েছে উদ্ধারকারীর দল। তেমনই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল।

310

হাওয়া অফিস সূত্রে খবর, ওডিশার জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ভদ্রক এবং বালেশ্বরে হাওয়ার গতিবেশ সর্বোচ্চ থাকবে। তা থাকবে ১১০ কিমি। দানার প্রভাব অপেক্ষাকৃত কম থাকবে ময়ূরভঞ্জ, পুরী, ভুবনেশ্বর, কটক এবং সম্বলপুকে।

410

পরিস্থিতি সামাল দিতে এই ছয় জেলায় ৭ অভিজ্ঞ আইএএস অফিসারকে মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলায় মোতায়েন আছে ২৮৮টি উদ্ধারকারী দল।

510

১৪ জেলায় আগামী তিন দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাজ্যে বাতিল ২০০টির বেশি ট্রেন।

610

রাজ্যের ৮০০ টি দুর্যোগ আশ্রয়শিবিরের পাশাপাশি ৫০০ টি অতিরক্ত শিবির তৈরি করা হয়েছে।

710

পুরী মঙ্গলবারই পর্যটকশূন্য করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওডিশা এবং বাংলার উপূলের কাছাকাছি এসে শক্তিশালী ঘূর্ণিঝড়।

810

কলকাতা ও বাংলার উপকূলেও হবে তাণ্ডব। তাই সোমবার থেকে প্রশাসনের তরফে মাইকির সতর্ক করার কাজ শুরু করে দিয়েছে। তেমনই কন্ট্রোল রুম তৈরি হয়েছে।

910

দক্ষিণ ২৪ পরগনার নামখানা, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, বকখানি-তে সকলকে সতর্ক করা হয়েছে। তেমনই কোন জেলায় কত কিলোমিটার বেগে ঝড় বইবে ও বৃষ্টি হবে তা জানানো হয়েছে।

1010

জানা গিয়েছে, ২৪ তারিখ ভোরবেলা ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছে চলে আসবে ঘূর্ণিঝড়। সাগরদ্বীপ ও পুরির মাঝে হবে ল্যান্ডফল।

Share this Photo Gallery
click me!

Latest Videos