DA Hike: কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের কমবেশি ২ কোটিরও বেশি সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা। যার মধ্যে বর্তমান প্রায় ৪৮ লক্ষ। আর অবসরপ্রাপ্তের সংখ্যা ৬৬ লক্ষের বেশি।
কেন্দ্রীয় সরকার সম্প্রতি সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা আর অবসরপ্রাপ্তদের জন্য মহার্ঘ ত্রাণ ২% ঘোষণা করেছে। কার্যকর হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে।
210
উপকৃতের সংখ্যা
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের কমবেশি ২ কোটিরও বেশি সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা। যার মধ্যে বর্তমান প্রায় ৪৮ লক্ষ। আর অবসরপ্রাপ্তের সংখ্যা ৬৬ লক্ষের বেশি।
310
সিদ্ধান্ত ঘোষণা
গত ২৮ মার্চ কেন্দ্রীয় সরকার ২% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে।
কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাস থেকেই ডিএ কার্যকর করেছে। আর সেই কারণে এপ্রিল মাসে সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তহাতে হতে পাচ্ছেন একলপ্তে তিন মাসের টাকা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের টাকা।
510
অর্থ প্রদান
এপ্রিল মাসে মাসিক বেতনের সঙঅগেই সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তদের অর্থ প্রদান করা হবে।
610
বেতন পাবেন
যেসব সরকারি কর্মীদের বেতন নূন্যতম ১৮০০০ টাকা তারা এপ্রিল মাসে হাতে পাবেন একসঙ্গে ১০৮০ টাকা। তাদের ডিএ বৃদ্ধি ৩৬০ টাকা।
710
পেনশন পাবেন
৯,০০০ টাকা মূল পেনশনপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য, প্রতি মাসে ১৮০ টাকা বৃদ্ধি করা হয়েছে, যার ফলে বকেয়া ৫৪০ টাকা হবে।
810
সরকারের খবর
২ শতাংশ হারে ডিএ দিয়ে সরকারের খরচ হবে বার্ষিক প্রায় ৬,৬১৪.০৪ কোটি টাকা
910
পরবর্তী ডিএ
কেন্দ্রীয় সরকার সাধারণ বছরে দুইবার ডিএ ঘোষণা করে। পরবর্তী ডিএ জুলাই থেকে অক্টোবরের মধ্যে ঘোষণা হওয়ার কথা।
1010
অষ্টম বেতন কমিশন
কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। এটি কার্যকর হতে পারে আগামী বছর থেকে।