Post Office RD Scheme: পোস্ট অফিসের এই স্কীমে মাসে এক হাজার টাকা জমিয়ে পান তিনগুন রিটার্ন, কীভাবে?

Post Office Scheme: বর্তমানে দিনে বাজারের যা অবস্থা তাতে কমবেশি সবাই একটু-আধটু সঞ্চয় করতে চাইছেন ভবিষ্যৎয়ের জন্য। কিন্তু কোথায় টাকা সঞ্চয় করবেন বুঝতে পারছেন না? যেখানে সেখানে টাকা রাখলে বাজারগত ঝুঁকিও থাকে। তাই চোখ বন্ধ করে টাকা রাখুন এই স্কীমে…

Moumita Poddar | Published : Apr 4, 2025 11:44 AM
17
কষ্টের উপার্জন সুরক্ষিত রাখুন পোস্ট অফিসে

প্রবীণ নাগরিক থেকে অল্প বয়সী যুবক-যুবতীদের জন্য সেরা সঞ্চয়ের ঠিকানা হল এই পোস্ট অফিস। ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চাইলে আপনি নিশ্চিন্তে ভরসা রাখুন বাড়ির পাশের পোস্ট অফিসে। 

27
পোস্ট অফিসে করুন ফিউচার প্ল্যানিং

হঠাৎ করে কোনও ভাবনা চিন্তা না করেই বাজারে টাকা বিনিয়োগ করলে সেই টাকার অনেক সময় বাজারগত ঝুঁকি থেকে যায়। তাই সেক্ষেত্রে পোস্ট অফিস হল সবথেকে একটি ভালো জায়গা।  যেখানে বিনিয়োগ করলে লাভ ছাড়া লোকসান নেই।  

37
সেভিংস করুন পোস্ট অফিসে

কোথায় টাকা জমাবেন যদি বুঝে উঠতে না পারেন তাহলে আপনার জন্য পোস্ট অফিস হল সবথেকে ভালো একটি জায়গা। কারণ, এখানে আপনার জন্য রয়েছে ভালো কিছু স্কীম। 

47
রেকারিং বা RD প্রকল্পে টাকা জমান

আপনি যদি টাকা পাঁচ বছর কিংবা ১০ বছরেরে দীর্ঘ মেয়াদে রাখতে চান তাহলে অবশ্যই পোস্ট অফিসে রেকারিং অ্যাকাউন্ট খুলুন। কারণ পোস্ট অফিসের এই স্কীমের মাধ্যমে আপনি ১০০ টাকা থেকে শুরু আপনার যত টাকা ইচ্ছা সঞ্চয় করতে পারবেন। 

57
কতদিনের জন্য রেকারিং করা দরকার

আপনি যদি পোস্ট অফিসে স্বল্প সময়ের জন্য রেকারিং করাতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের জন্য অ্যাকাউন্ট করতে পারেন। আবার পাঁচ দশ বছরের জন্যও রেকারিং অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে সুদের হার একটু বেশিই পাওয়া যায়। 

67
রেকারিং ডিপোজিটে সুদ কত?

পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে সুদের হার ৬.৭ শতাংশ। ফলে আপনি ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। কম করেও পাঁচ বছর এই স্কীম চালালে ম্যাচুরিটির পর ব্যাপক লাভবান হবেন আপনি। 

77
পাঁচ বছরের জন্য আরডি অ্যাকাউন্ট

পোস্ট অফিসে আপনি পাঁচ বছরের জন্য আরডি অ্যাকাউন্ট  করলে আপনি পেয়ে যাবেন ২ লাখ ১৪ হাজার ৯৭  টাকা। এক্ষেত্রে শুধুমাত্র  ৩৪ হাজার টাকা হবে সুদের টাকা। বর্তমানে পোস্ট অফিসে সেভিংস অ্য়াকাউন্টের ক্ষেত্রেও সুদের হার ৪ শতাংশ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos