DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ চূড়ান্ত! জুলাই মাসে কত শতাংশ বাড়ছে মহার্ঘ ভাতা?

Published : May 24, 2025, 06:30 PM IST

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির খবর। AICPI সূচকের উপর নির্ভর করে ডিএ বৃদ্ধি পেতে পারে ৩ শতাংশ, যা মোট ডিএ-কে ৫৮% এ পৌঁছে দিতে পারে। এর ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন।

PREV
110

ফের খবরে ডিএ সংক্রান্ত খবর। শীঘ্রই ঘোষণা হবে দ্বিতীয় দফার ডিএ। জুলাই মাসে বাড়বে বেতন। 

210

বছরে দুবার করে ডিএ বাড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এবার জুলাই মাসে ডিএ বৃদ্ধির পালা।

310

সাধারণত AICPI সূচকের ওপর নির্ভর করে বাড়ে ডিএ। এই সূচক যত বেশি হয় ডিএ। বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা।

410

এবার ডিএ নিয়ে প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। যা জানলে চমকে যাবেন।

510

অনুমান করা হচ্ছে এবার এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে ৩ শতাংশ। এর ফলে মোট মহার্ঘ ভাতা ৫৮ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

610

শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক (CPI-IW)-র এপর ভিত্তি করে ডিএ গণনা হয়। ২০২৫ সালে মার্চে এই সূচক ছিল ১৪৩.০। গত মাসের তুলনায় তা বেড়েছে।

710

যদি ২০২৫ সালের এপ্রিল, মে এবং জুন মাসের পরিসংখ্যান একইভাবে ভালো হয় তাহলে ডিএ ২-র বদলে ৩ শতাংশ বাড়বে বলে সকলের মত।

810

এই বৃদ্ধি মোট মহার্ঘ ভাতা ৫৫ থেকে ৫৮ পর্যন্ত বৃদ্ধি করতে পারে. এর দ্বারা উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী।

910

ডিএ যদি ৩ শতাংশ বাড়ে এতে কোনও কর্মীর যদি ৩০ হাজার বেতন হয় তাহলে তা প্রতি মাসে ৯০০ টাকার মতো বাড়তি বেতন পাবেন

1010

সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর। এরপর কার্যকর হবে অষ্টম বেতন কমিশন। যা কার্যকর হলে বিপুল পরিমাণে বেতন বাড়বে কর্মীদের।

Read more Photos on
click me!

Recommended Stories