মাত্র ১৫ ঘণ্টাতেই হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ছুটবে, রইল এই ট্রেনের স্পিড আর টিকিটের দাম

Published : May 24, 2025, 04:08 PM ISTUpdated : May 27, 2025, 08:37 PM IST

Howrah-New Delhi Vande Bharat: রেল সূত্রের খবর হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেনে আপ বা ডাউন করতে সময় লাগবে মাত্র ১৫ ঘণ্টা। অন্যান্য ট্রেনের তুলনায় টিকিটের দাম কিন্তু বেশি।

PREV
112
হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত

খুব তাড়াতাড়ি চালু হতে পারে হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেন। যদিও এই ট্রেন চেয়ারকার নয়। থাকবে স্লিপার কোচ। অর্থাৎ শুয়ে শুয়ে চোখের পলকেই পৌঁছে যাবেন দিল্লিতে। বা চলে আসতে পারবেন হাওড়ায়।

212
চালু হওয়ার কথা

রেল সূত্রের খবর আর মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই চালু হতে পারে এই ট্রেন। অর্থাৎ পুজোর আগেই বাঙালি পেয়ে যেতে পারে হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেন ।

312
যাতায়াতের সময়

রেল সূত্রের খবর হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেনে আপ বা ডাউন করতে সময় লাগবে মাত্র ১৫ ঘণ্টা। এই অত্যাধুনিক ট্রেনটি ১৪৪৯ কিলোমিটার পথ সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে অতিক্রম করবে।

412
রাজধানীর গতিবেত

হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের গতিবেগ ঘণ্টায় ৮৪ কিলোমিটার। তাই আপডাউনে সময় লাগে ১৭ ঘণ্টা ১৫ মিনিট। অর্থাৎ বন্দে ভারত ট্রেনে সময় লাগবে আরও দুই ঘণ্টা কম।

512
একই দিনে ফেরা যাবে

হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেন যাতায়াত করতে ৩০ ঘণ্টার কিছু বেশি সময় লাগবে। তাই দেড় দিনেই হাওড়া থেকে দিল্লি যাতায়াত করা যাবে।

612
ট্রেনের কামরা

হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত ট্রেনে থাকবে মাত্র ১৬টি কামরা। গোটা ট্রেনটাই হবে এসি বা শাতাতপ নিয়ন্ত্রিত। অন্যান্য বন্দে ভারত ট্রেনের মতই বিশেষ যাত্রী পরিষেবা বা খাবারের ব্যবস্থা থাকবে এই ট্রেনেও।

712
তিন রকম কামরা

এসি ফার্স্ট ক্লাস, এসি সেকেন্ট ক্লাস আর এসি থার্ডক্লাস কামরা থাকবে হাওড়া-নিউ দিল্লি বন্দে ভারত এক্সেপ্রেসে। তিন কামরার জন্য তিন রকম ভাড়াও থাকবে।

812
টিকিটের দাম

নয়া দিল্লি হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনে ফার্স্ট ক্লাস এসির ভাড়া হতে পারে যাত্রী পিছু ৫,১০০ টাকা। সেকেন্ড ক্লাস এসির ভাড়া যাত্রী পিছু হতে পারে ৪০০০ টাকা। আর থার্ড ক্লাস এসির যাত্রী ভাড়া হতে পারে ৩০০০ টাকা।

912
বাকি রুট

হাওড়া-নিউ দিল্লি ছাড়াও দিল্লি-পাটনা, দিল্লি মুম্বই , দিল্লি-চেন্নাই রুটেও স্লিপার বন্দে ভারত ট্রেন চালু করার প্রস্তুতি চলছে।

1012
পিছিয়েছে কাশ্মীরের ট্রেন

জম্মু-কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা ছিল এপ্রিল মাসেই। কিন্তু নান কারণে তা পিছিয়ে যায়।

1112
কেন্দ্রীয় সরকারের ঘোষণা

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঘণ্টায় ১৬০-১৮০ কিলোমিটার গতিতে চলতে পারে বলে একাধিকবার ঘোষণা করেছে মোদী সরকার। কিন্তু বাস্তবে তা হচ্ছে বলেও দাবি করছে আরটিআই-এর তথ্য।

1212
সবথেকে দ্রুতগতি ও মন্থরগতির বন্দে ভারত

আরটিআই তথ্য অনুযায়ী সবথেকে দ্রুতগতির বন্দে ভারত ট্রেন চলে বারাণসী - নিউদিল্লি রুটে। গতিবেগ ঘণ্টায় ৯৮.৯২ কিলোমিটর। সবথেকে কম গতির বন্দে ভারত চলে কোয়েম্বাটোর-বেঙ্গলুরু ক্যান্টনমেন্ট রুটে। ঘণ্টায় ৫৮.১১ কিলোমিটার।

Read more Photos on
click me!

Recommended Stories