Aadhaar card: আর দিতে হবে না লম্বা লাইন, মোবাইল ফোনেই আপডেট করে নিন আধার কার্ড

Published : May 15, 2025, 08:07 PM IST

Aadhaar card update: ভারত নাগরিক পরিচয়পত্র হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড। জন্ম থেকে মৃত্যু- স্কুলে ভর্তি থেকে চাকরি- সবেই প্রয়োজন এই কার্ড। 

PREV
110
আধার কার্ড

ভারত নাগরিক পরিচয়পত্র হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড। জন্ম থেকে মৃত্যু- স্কুলে ভর্তি থেকে চাকরি- সবেই প্রয়োজন এই কার্ড।

210
আধার কার্ড আপডেট

বর্তমানে আধার কার্ড আপডেট করা যায় অনলাইনে। আর দাঁড়াতে হয় না লম্বা লাইনে।

410
প্রথম পদক্ষেপ

myAadhaar পোর্টালে লগইন করুন: https://myaadhaar.uidai.gov.in/ এ যান এবং আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে লগইন করুন।

510
ওটিপি যাচাইকরণ

আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত OTP দিয়ে লগইন সম্পন্ন করুন।

610
ঠিকান আপডেট

ড্যাশবোর্ড থেকে ‘Address Update’ অপশনটি নির্বাচন করুন।

710
নতুন ঠিকানা

বৈধ ঠিকানার প্রমাণপত্র (যেমন পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড ইত্যাদি) স্ক্যান করে আপলোড করুন।

810
টাকা

এই কাজের জন্য ৫০ টাকা ফি দিতে হয়। তা দিতে হয় অনলাইনে

910
শেষ পর্যায়

আপডেট অনুরোধের জন্য একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) পাবেন, যা ভবিষ্যতে ট্র্যাকিংয়ের জন্য সংরক্ষণ করুন।

1010
৩০ দিন

৩০ দিনের মধ্যেই আধার কার্ড আপডেট হয়ে যায়। যদি আপনি অনলাইনে আপডেট করতে না পারেন, তবে নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে অনলাইনে আধার কার্ডের ঠিকানা বদল করতে পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories