ডিএ মিলবে, কিন্তু...! সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বিরাট আপডেট দিল রাজ্য, জারি নয়া বিজ্ঞপ্তি

Published : Nov 18, 2024, 04:53 PM IST

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে সামনে আসছে বড় খবর। উৎসবের আবহে একের পর এক ডিএ (Dearness Allowance) বৃদ্ধির খবর সামনে এসেছে। সেই তালিকায় থেকে বাদ ছিল রাজ্য। এবার নয়া আপডেট পাওয়া গেল।

PREV
110

উৎসবের আবহে একের পর এক ডিএ (Dearness Allowance) বৃদ্ধির খবর সামনে এসেছে।

210

প্রথমে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্র। এরপর সেই পথে হেঁটে ডিএ বৃদ্ধির ঘোষণা করে আরও বেশ কয়েকটি রাজ্য।

310

সম্প্রতি যেমন পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। এবার সেই সকল সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে সামনে আসছে বড় খবর।

410

ডিএ (Dearness Allowance) নিয়ে নয়া নির্দেশিকা জারি অর্থ দফতরের, সরকারের তরফ থেকে জানানো হয়েছে, গত ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ (DA) প্রদান করা হবে।

510

রিপোর্ট বলছে, চলতি নভেম্বর মাস থেকে নয়া হারে নগদে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। এদিকে জুলাই থেকে অক্টোবর মাস অবধি বকেয়া ডিএ-র টাকা কর্মচারী ভবিষ্য তহবিলে জমা হবে।

610

সম্প্রতি অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব নয়া হারে ডিএ (Dearness Allowance) দেওয়ার নির্দেশিকা জারি করেছেন।

710

সেখানে বলা হয়েছে, পঞ্চম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীদের ১২% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে। এতদিন তাঁরা ৪৪৩% হারে ডিএ পাচ্ছিলেন। এবার ৪৫৫% হারে পাবেন।

810

একইসঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীদেরও (State Government Employees) মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে সরকার।

910

তাঁদের ৭% হারে ডিএ বাড়ানো হয়েছে। এর আগে ২৩৯% হারে মহার্ঘ ভাতা পেলেও, এবার থেকে ২৪৬% হারে ডিএ পাবেন এই রাজ্য সরকারি কর্মীরা।

1010

গত ১ জুলাই থেকে নয়া বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর হলেও, গত ৪ মাসের বকেয়া টাকা নগদে পাবেন না উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট সরকারি কর্মীরা। বরং ওই টাকা জমা হবে তাঁদের কর্মচারী ভবিষ্য তহবিলে। নভেম্বর মাস থেকে বর্ধিত হারে নগদে মহার্ঘ ভাতা পাবেন ওই রাজ্য সরকারি কর্মীরা।

click me!

Recommended Stories