DA Hike News: মার্চে মালামাল সরকারি কর্মীরা ? ২% মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু

Published : Jan 10, 2025, 01:12 PM IST

কবে বাড়বে মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিয়ারনেস রিলিফ? জল্পনা তুঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। কিন্তু এখনও সরকার কিছু ঘোষণা করেনি। তবে সূত্রের খবর মাত্র ২ শতাংশ বাড়তে পরে ডিএ। 

PREV
110
ডিএ বৃদ্ধি

ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের একপ্রস্ত ডিএ বাড়ানো হতে পারে।

210
শেষ ডিএ বৃদ্ধি

২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালোয়েন্স আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছিল। তাই আরও একদফা ডিএ বা ডিআর বৃদ্ধির সময় আসন্ন।

310
ডিএ-র ভিত্তি

কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসাব করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে।

410
ডিএ বৃদ্ধির ফর্মুলা

এ বৃদ্ধির ফর্মুলাটা হল - {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর - ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০।

510
অক্টোবরের প্রাইস ইন্ডেক্স

গত অক্টোবর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়ে ১৪৪.৫ হয়েছিল। আর এবার প্রকাশ্যে এল নভেম্বরের এআইসিপিআই পরিসংখ্যান। শ্রম মন্ত্রকের প্রকাশিত এই সংক্রান্ত পরিসংখ্যানে দেখা গেল, নভেম্বরে এআইসিপিআই অপরিবর্তিত থেকেছে, অর্থাৎ, ১৪৪.৫।

610
ডিএ হওয়া উচিৎ

হিসেব অনুযায়ী, ডিএ ৫৫.৫৪ শতাংশ হওয়া উচিত। তবে কেন্দ্রীয় সরকার ভগ্নাংশের হিসেব ধরে না। তাই এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা ডিআর বাড়ান হতে পারে মাত্র ২ শতাংশ।

710
কেন্দ্রীয় সরকারি কর্মীদের লাভ

২ বা ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হল কেন্দ্রীয় সরকারি কর্মী যাদের নূন্যতম বেসিক বেতন ১৮০০০ টাকা তারা ডিএ বাবদ পাবেন ১০ হাজার ৮০ টাকা।

810
মার্চে ঘোষণা?

কেন্দ্রীয় সরকার যদি মার্চ মাসে ডিএ বৃদ্ধি ঘোষণা করে তাহলে বকেয়া হিসেবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ডিএ-র টাকাও পাবে কর্মীরা।

910
অষ্টম পে কমিশন নিয়েও আলোচনা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়েও আলোচনা শুরু হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি।

1010
রাজ্য সরকারি কর্মীদের ডিএ

এই রাজ্যের সরকারি কর্মীরা এবার অবশ্য ডিএ-র আশায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। মার্চের শেষের দিকে সুপ্রিম কোর্টে আবারও উঠতে পারে ডিএ মামলা।

click me!

Recommended Stories