শুধু ৩১ জানুয়ারির অপেক্ষা! ৩% DA কনফার্ম বাড়ছে! সামনের মাসে সরকারি কর্মীরা কে কত টাকা পাবেন?

সামনের মাস থেকেই মোটা টাকা হাতে আসতে পারে সরকারি কর্মীদের! সরকারি কর্মীদের জন্য খুলেছে উপহারের ঝুলি। ৩% ডিএ বাড়ছেই, মিলল কনফার্ম খবর! ফেব্রুয়ারিতেই ঢুকতে চলেছে মোটা মাইনে?

Parna Sengupta | Published : Jan 12, 2025 3:02 PM
114

নতুন বছরের প্রথম মাসেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য রয়েছে ভাল খবর।

214

২০২৪ সালের নভেম্বর মাসের এআইসিপিআই সূচক প্রকাশ্যে এসেছে। এরপর ডিসেম্বর মাসের সূচক সামনে আসবে।

314

ডিএ (Dearness Allowance) ঠিক কতো শতাংশ বাড়তে পারে? মিলল পাক্কা খবর! কারণ নভেম্বর মাসের পরিসংখ্যান ইতিবাচক।

414

অক্টোবর মাসের এআইসিপিআই সূচক ছিল ৫৫.০৫ শতাংশ। নভেম্বর মাসে সেটা বেড়ে হয়েছে ৫৫.৫৪ শতাংশ।

514

এখন ৩১ জানুয়ারির অপেক্ষা ওই দিন ডিসেম্বর মাসের AICPI ইনডেক্স রিলিজ হবে। কেন্দ্রীয় সরকার ভগ্নাংশের হিসেব করে না। ফলত এটা পুরো ৫৬ শতাংশ হিসেবেই গণ্য করা হবে।

614

৫৬ শতাংশ ধরে হিসেব করলে DA বৃদ্ধি পাবে ৩ শতাংশ। আপাতত ৩ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার সম্ভবনা প্রবল হয়েছে।

714

শেষ পর্যন্ত সূচক কতো হয়, সেটা বোঝা যাবে ডিসেম্বর মাসের সংখ্যা প্রকাশ্যে আসার পরেই। গত বছর ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছিল ৫৩ শতাংশ।

814

যদি আরও ৩ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে তা হবে ৫৬ শতাংশ। ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমান কর্মীদের বেতনে যেমন প্রভাব পড়বে, তেমনই সুবিধা পাবেন পেনশনভোগীরাও।

914

ধরা যাক কেন্দ্রীয় কোনও কর্মচারীর মাসিক নুন্যতম বেতন ১৮ হাজার টাকা। ৫৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তাঁর বাড়তি আয় হবে ৯ হাজার ৫৪০ টাকা।

1014

ডিএ বৃদ্ধির হার ৫৬ শতাংশে পৌঁছালে সেটা হবে ১০ হাজার ৮০ টাকা। ফলে মাস প্রতি বাড়তি উপার্জন হবে ৫৪০ টাকা।

1114

এবার ধরা যাক কোনও কর্মীর মাসিক ন্যূনতম আয় ৫৬ হাজার ১০০ টাকা। ৫৩ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার ফলে তাঁর বাড়তি আয় ২৯ হাজার ৭৩৩ টাকা।

1214

ডিএ ৫৬ শতাংশ হলে সেটা হবে ৩১ হাজার ৪১৬ টাকা। অর্থাৎ, মাস প্রতি বাড়তি লাভ হবে ১ হাজার ৬৮৩ টাকা।

1314

কর্মীদের মতো ডিএ বৃদ্ধির এই হার পেনশনভোগীদের জন্যও প্রযোজ্য। ডিএ বৃদ্ধি হওয়ার ফলে বর্তমান মুল্যবৃদ্ধির বাজারে সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারী চাকুরীজীবীরা।

1414

তেমনই চাপ বাড়বে সরকারের কোষাগারের ওপর। ডিএ শেষ পর্যন্ত কতটা বৃদ্ধি পাবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একটু।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos