বেতন বাড়বে ৩৬ হাজার টাকা পর্যন্ত! এক ধাক্কায় বাড়ল ১২ শতাংশ ডিএ! লক্ষ্মীলাভ এই সরকারি কর্মীদের

পুজো পার্বণ শেষ। ছুটির পালাও শেষ। এবার যে যার কাজে ফিরেছেন। তবে এই আবহেই মিলল সুখবর! একধাক্কায় ১২% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করল সরকার।

Parna Sengupta | Published : Nov 15, 2024 2:54 AM IST
112

দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য। এক ধাক্কায় ১২ শতাংশ ডিএ বৃদ্ধির খবর পেলেন তাঁরা।

212

এই ঘোষণার ফলে বেতন বাড়বে ৩৬ হাজার টাকা পর্যন্ত! এর ফলে মুখে হাসি ফুটেছে অগুনতি সরকারি কর্মীর।

312

এই সরকারি কর্মীদের ১২% ডিএ (Dearness Allowance) বাড়াল সরকার।উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই কেন্দ্রের তরফ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল।

412

যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পান, তাঁদের ৩% ডিএ বাড়িয়েছে সরকার।

512

এবার পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীদেরও সুখবর দেওয়া হল।

612

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সকল সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের অধীন বেতন পাচ্ছেন, তাঁদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ১২% বাড়ানো হচ্ছে।

712

ফলে এবার থেকে তাঁরা ৪৫৫% হারে ডিএ পাবেন। চলতি বছরের ১ জুলাই থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

812

একইরকমভাবে ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া সরকারি কর্মীদের ডিএ-ও (DA) বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন তাঁরা ২৩৯% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন।

912

তবে এবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৭% বাড়িয়ে সেই অঙ্কটা ২৪৬% করা হয়েছে। ১ জুলাই থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে।

1012

এদিকে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা হতেই, সরকারি কর্মীদের বেতন কতখানি বাড়ল তার হিসেবনিকেশ শুরু হয়ে গিয়েছে।

1112

বলা হচ্ছে কোনও কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীর মূল বেতন (বেসিক স্যালারি) যদি ৪৩,০০০ টাকা হয় এবং তিনি যদি ২৩৯% হারে ডিএ পান, সেক্ষেত্রে মোট অঙ্ক হচ্ছে ১,০২,৭৭০ টাকা।

1212

হিসেব বলছে, ২৪৬% ডিএ অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রাপ্ত অর্থ হবে ১,০৫,৭৮০ টাকা। অর্থাৎ এবার মাসিক প্রায় ৩০০০ টাকা করে বেশি মিলবে। সেই হিসেবে বছরে প্রায় ৩৬,০০০ টাকা করে বেশি পাবেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos