সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সকল সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের অধীন বেতন পাচ্ছেন, তাঁদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ১২% বাড়ানো হচ্ছে।
ফলে এবার থেকে তাঁরা ৪৫৫% হারে ডিএ পাবেন। চলতি বছরের ১ জুলাই থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।
তবে এবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৭% বাড়িয়ে সেই অঙ্কটা ২৪৬% করা হয়েছে। ১ জুলাই থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা হতেই, সরকারি কর্মীদের বেতন কতখানি বাড়ল তার হিসেবনিকেশ শুরু হয়ে গিয়েছে।
বলা হচ্ছে কোনও কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীর মূল বেতন (বেসিক স্যালারি) যদি ৪৩,০০০ টাকা হয় এবং তিনি যদি ২৩৯% হারে ডিএ পান, সেক্ষেত্রে মোট অঙ্ক হচ্ছে ১,০২,৭৭০ টাকা।
হিসেব বলছে, ২৪৬% ডিএ অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রাপ্ত অর্থ হবে ১,০৫,৭৮০ টাকা। অর্থাৎ এবার মাসিক প্রায় ৩০০০ টাকা করে বেশি মিলবে। সেই হিসেবে বছরে প্রায় ৩৬,০০০ টাকা করে বেশি পাবেন তিনি।