৮ম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! কত টাকা বেতন ও ডিএ বৃদ্ধি- রইল পুরো হিসেব নিকেশ

২০২৬ সালের জানুয়ারিতেই ১০ বছর পুরাণ করবে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)। এই অবস্থায় অষ্টম বেতন কমিশমন (8th Pay Commission) গঠন নিয়ে জল্পনা তুঙ্গে। এই নিয়ে সব তথ্য রইল এখানে।

 

Saborni Mitra | Published : Nov 14, 2024 2:52 PM IST
110
অপেক্ষায় অষ্টম পে কমিশন

কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে অপেক্ষায় রয়েছেন পেনশনভোগীরা। কিন্তু কবে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে তাই নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।

210
১০ বছর পুরণ

পরের বছর , ২০২৬ সালের জুলাই মাসে ১০ বছর পুরণ হবে সপ্তম বেতন কমিশনের। তাই অষ্টম বেতন কমিশনের দাবি ধীরে ধীরে উঠতে শুরু করেছে।

310
কবে গঠিত হবে অষ্টম বেতন কমিশন

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ১০ বছরের জন্যই একটি বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৪ সালের ১ জানুয়ারি।

410
ষষ্ঠ বেতন কমিশন

২০২৬ সালের ১ জানুয়ারিতে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল। ২০১৪ সালের সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করা হয়েছিল ২০১৬ সালে।

510
কেন্দ্রীয় কর্মীদের দাবি

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৮ম বেতন কমিশন গঠনের দাবি করেছে। তাদের দাবি ২০২৫ সালের জানুয়ারির মধ্যে এটি গঠন করা হলে সুবিধে।

610
কার্যকর হতে সময়

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের দাবি বেতন কমিশন গঠন হওয়ার পরে কমিশনের সুপারিশগুলি প্রয়োগ করতে অনেক বেশি সময় লাগে। তাই আগামী বছর জানুয়ারিতেও কমশিন গঠিত হলে সুবিধে পেতে খুব দেরি হবে না।

710
২০২৫ সালেই গঠন

রিপোর্ট অনুযাযী ২০২৫ সালের জানুয়ারি মাসেই গঠন করা হতে পারে অষ্টম বেতন কমিশন। তেমনই আশা কেন্দ্রীয় সরকারের কর্মীদের। এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিক কিছু জানায়নি।

810
কত বাড়বে বেতন

কেন্দ্রীয় সরকারী কর্মী সূত্রের খবর, ৭ম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রায় ২৩ শতাংশ বেড়েছিল। যা ষষ্ঠ বেতন কমিশনের থেকে অনেক বেশি।

910
বেতন বৃদ্ধি

অষ্টম বেতন কমিশন নিয়ে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ৩৪,৫০০ টাকা বেতন বাড়ান হতে পারে সরকারি কর্মীদের। যা সপ্তম বেতন কমিশনের দ্বিগুণেরও বেশি।

1010
ডিএ বৃদ্ধির ফর্মুলা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ পরামর্শ দিয়েছে যে ভারতের মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা কাঠামোকে খাদ্য মূল্যস্ফীতি বাদ দিয়ে বিবেচনা করা উচিত।

Share this Photo Gallery
click me!

Latest Videos