৩-৪ নয়! ৭% DA বৃদ্ধির ঘোষণা সরকারের, সঙ্গে মিলবে বকেয়াও? DA নিয়ে দুর্দান্ত আপডেট

Published : Mar 15, 2025, 08:45 AM IST

সপ্তাহ শেষেই দারুণ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারের ঘোষণা, ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় কর্মচারী এবং পেনশনভোগীদের ৭% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল থেকে তাহলে কত টাকা হাতে পাবেন কর্মীরা ?

PREV
112

কর্মচারী এবং পেনশনভোগীদের ৭% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে

212

দুর্দান্ত ঘোষণা রাজ্য সরকারের

412

সদ্য প্রকাশিত অর্থ দপ্তরের একটি রিপোর্ট অনুযায়ী, এতদিন কর্মচারীরা ২৩৯% হারে ডিএ পেতেন, যা এখন ২৪৬% হারে উন্নীত করা হয়েছে।

512

তবে নতুন এই হার ২০২৪ সালের জুলাই মাস থেকে কার্যকর করা হবে এবং মার্চের বেতনের সঙ্গেই বকেয়া ডিএ অন্তর্ভুক্ত থাকবে।

612

এই খবর শুনে খুশির আবহে ভাসছে সরকারি কর্মীরা।

712

তবে রাজ্য সরকারের এই ঘোষনার পরেই কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ বৃদ্ধির প্রত্যাশা আরও একধাপ বেড়ে গিয়েছে।

812

সাধারণত হোলির আগে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। তবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার এই বিষয়ে কোনোরকম মুখ খুলছে না।

912

এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বর্তমানে ১৪% হারে ডিএ পাচ্ছেন। যদিও সম্প্রতি ৪% ডিএ বাড়ানো হয়েছে, যা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর করা হবে এবং ডিএ দাঁড়াবে ১৮%।

1012

অন্যান্য রাজ্যের তুলনায় এই হার অনেকটাই কম। তবুও সামান্য এই ডিএ বৃদ্ধি সরকারি কর্মীদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

1112

জন্মু ও কাশ্মীর সরকারের এই সিদ্ধান্তে হাজার হাজার সরকারি কর্মী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন।

1212

এখন দেখার কেন্দ্র সরকার কবে আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির ঘোষণা করে।

click me!

Recommended Stories