সিদ্ধান্ত বদল মুখ্যমন্ত্রীর! বড়দিনেই মিলল সুখবর, কর্মীদের DA বৃদ্ধির দুর্দান্ত ঘোষণা সরকারের, এবার বাড়ল কতটা?

Published : Dec 25, 2024, 03:17 PM IST

রাজ্য সরকারের এক সিদ্ধান্তে লক্ষ লক্ষ কর্মচারীর মুখে হাসি ফুটল। বছর শেষ হওয়ার আগেই ডিএ বৃদ্ধির দারুণ খবর শোনাল রাজ্য সরকার। সকলকে ক্রিসমাসের উপহার দিলেন মুখ্যমন্ত্রী। মহার্ঘ ভাতা এক ধাক্কায় ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

PREV
110

২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর মুখে হাসি ফোটালো রাজ্য সরকারের এক সিদ্ধান্ত।

210

একপ্রকার বড়দিনের উপহার দিল রাজ্য সরকার।

310

মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের প্রদেয় মহার্ঘ ভাতা (Dearness allowance) এক ধাক্কায় ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

410

এখন থেকে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে সংশোধিত বেতন স্কেলে ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী।

510

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সম্প্রতি তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে।

610

এবার কেন্দ্রের দেখাদেখি একইভাবে, রাজ্য সরকার ২০২৪ সালের ১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা প্রদানের অনুমোদন দিয়েছে।

710

রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই বৃদ্ধির সুবিধা সমানভাবে পাবেন।

810

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বিভিন্ন স্তরের মোট ৫,৩৩,৭৩৭টি পদ অনুমোদিত রয়েছে।

910

রাজ্য সরকার নিয়মিত পদে কর্মরত কর্মচারীদের বেতন ভাতা বাবদ বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় করে।

1010

ঝাড়খণ্ড সরকার এক ধাক্কায় ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

click me!

Recommended Stories