অষ্টম বেতন কমিশন না করে সরকারি কর্মচারীদের দক্ষতা এবং মুদ্রাস্ফীতির সূচকের ওপর নির্ভর করে বেতন বৃদ্ধির জল্পনা শুরু হয়েছে। নতুন এই ব্যবস্থায়, ভালো কাজ করলে প্রতি বছর বেতন বাড়বে বলে আশা করা হচ্ছে।
সরকারি কর্মীর কাজের ওপর নজর রাখবে মোদী, দক্ষতার ভিত্তিতে বাড়বে বেতন। বিশেষ ঘোষণা সরকারের পক্ষ থেকে।
215
অষ্টম পে কমিশন নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এবার সেই পে কমিশনের জন্য আর অপেক্ষার প্রয়োজন নেই। বড় ঘোষণা করল মোদী সরকার।
315
গত কয়েক মাস ধরেই অষ্টম বেতন কমিশনের দাবিতে সরব হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই নিয়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় অর্থ প্রতি মন্ত্রী পঙ্কজ চৌধরি।
415
পঙ্কজ চৌধরি বলেন, এখনই বেতন কমিশন তৈরির কোনও পরিকল্পনা করছে না সরকার। এরপরই কর্মচারীদের দক্ষতা ও মুদ্রাস্ফীতির সূচকের ওর নির্ভর করে বেতন বৃদ্ধির জল্পনা শুরু হয়।
515
এ ইস্যুতে প্রকাশ্যে না হলেও আড়ালে মন্তব্য করেছেন সরকারের উচ্চ পদস্থ আধিকারিক। তার কথায় স্পষ্ট এই দিকেই হাঁটছে সরকার।
615
তিনি বলেন, কীভাবে বেতন কমিশনকে তুলে দিয়ে কর্মচারীদের স্বার্থরক্ষা করা যায়, সে দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানান। যদিও নতুন পদ্ধতি বেতন কমিশনের আদৌ পরিপূরক হতে পারে কি না, তা নিয়ে আর্থিক বিশ্লেষকদের মনে যথেষ্ট সন্দেহ আছে।
715
দক্ষতার ভিত্তিতে বাড়ার প্রসঙ্গে নানান মন্তব্য দেখা গিয়েছে। একাংশের মূলত পরিষেবা ক্ষেত্রেই সরকারি কর্মচারীদের কাজ করতে হয়। তাদের যোগ্যতা এবং দক্ষতা নিয়ে অনে সময়েই আমজনতার অভিযোগ থাকে।
815
তেমনই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ আছে। বেতনবৃদ্ধির নতুন এই ব্যবস্থায় চালু হলে সরকারি কর্মীরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলে মনে করছেন অনেকে।
915
সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে অনীহার অভিযোগ আছে। অন্য দিকে পদোন্নতি নিয়ে আবার প্লাটা অভিযোগের সুর অনেকের গলায়।
1015
অনেকে বলেন, বেতন কমিশন সাধারণ ১০ বছর অন্তর বসে। এই পদ্ধতি চালু হলে বেতন বৃদ্ধির জন্য দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই।
1115
নতুন ব্যবস্থা চালু বলে এই দুই সমস্যা পুরোপুরি মিয়ে যাবে। তখন উচ্চ মেধাসম্পন্ন যোগ্য কর্মীরা সঠিক পদ পাবেন।
1215
এপ্রসঙ্গে আর্থিক বিশ্লেষকরা মনে করেন, এই ব্যবস্থা চালু হলে বেসরকারি সংস্থার কর্মী ও সরকারি কর্মীদের মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে।
1315
সব মিলিয়ে চলছে জল্পনা। তবে, এই নতুন পদ্ধতিতে বেতন বাড়বে বলে মনে করছেন সকলে।
1415
আর পে কমিশনের জন্য অপেক্ষা করতে হবে না সরকারি কর্মীদের। ভালো কাজ করলেই প্রতি বছর বাড়বে বেতন।
1515
নতুন বছরে এমন পথেই হাঁটতে চলেছে সরকার। গুঞ্জন সর্বত্র। তবে আপাতত মেলেনি কোনও সঠিক খবর।