কেন্দ্রের সঙ্গে DA-র ফারাক কমালো রাজ্য! একধাক্কায় বাড়ল ৫৫ শতাংশ মহার্ঘ্য ভাতা! কত টাকা করে পাবেন কর্মীরা?

Published : Apr 07, 2025, 12:36 PM IST

দুর্দান্ত ঘোষণা! সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করলেন। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা ৫৩% হারে ডিএ পেতেন, যা এখন ৫৫% করা হচ্ছে। অর্থাৎ, এবার কেন্দ্রের সমান ডিএ পাবে রাজ্যের কর্মীরা।

PREV
110

বিধানসভা নির্বাচনের আগেই এক বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো রাজ্য সরকার।

210

একধাক্কায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে দেওয়া হয়েছে।

410

এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ২% বাড়ানো হচ্ছে।

510

এতদিন তারা ৫৩% হারে ডিএ পেতেন, যা এখন বাড়িয়ে ৫৫% করা হচ্ছে। অর্থাৎ, এবার কেন্দ্রের সমান ডিএ পাবে রাজ্যের কর্মচারীরা।

610

এই ঘোষণার ফলে উপকৃত হবেন প্রায় ৭.৩৮ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে বাহবা দিচ্ছে প্রত্যেকেই।

710

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বর্ধিত হারে ডিএ চলতি মাসের বেতনের সঙ্গেই দেওয়া হবে।

810

আর এপ্রিল ও মে মাসের জন্য সরকারি কর্মীরা এরিয়ার হিসাবে ডিএ পাবেন। অর্থাৎ, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই নতুন হারে ডিএ কার্যকর হচ্ছে।

910

অসমেই বর্তমানে ৫৫% হারে ডিএ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বৃদ্ধির পর কেন্দ্র সরকারও ৫৫% ডিএ দিচ্ছে। ফলে অসম এবং কেন্দ্র সরকারের মধ্যে ডিএ’র ফারাক শূন্য।

1010

এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র ১৮% হারে ডিএ পাচ্ছে। তাই রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেকটাই পিছিয়ে।

click me!

Recommended Stories