DA Hike: এপ্রিলেই বাড়বে বেতন! সোমবার DA বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার? বড় খবর
কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর। আগামী সপ্তাহেই DA বৃদ্ধি করার ব্যাপারে বড় কোনো ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ফলে চলতি মাসেই মোটা টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কত হাতে পাবেন তাঁরা?
- FB
- TW
- Linkdin
)
বড় উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার।
উপহার মানে ডিএ এবং ডিআর বৃদ্ধি। গত বছর হোলির আগে এ ব্যাপারে ঘোষণা করা হয়েছিল।
তাই এবারেও এই সময়কালে ঘোষণা করা হলেও হতে পারে বলে আশা করা হচ্ছে।
এই ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশনের আওতায়।
সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ কত শতাংশ বাড়তে পারে?
এখনই নিশ্চিতভাবে কিছু বলা হলেও, ৩% বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ডিএ বৃদ্ধির হার যদি ৩% বাড়ে, তাহলে মোট ডিএ হবে ৫৬%।
বর্তমানে ডিএ ৫৩ শতাংশে রয়েছে। সরকারের ডিএ, ডিআর বৃদ্ধির ঘোষণার ফলে ১ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন।
ডিএ কতো শতাংশ বাড়বে, সেটা নির্ভর করছে AICPI-IW সূচকের ওপর।
এদিকে অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সামনের বছরের শুরুর দিকেই হয়তো কেন্দ্র সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। তারপর অষ্টম বেতন কমিশনের আওতায় সিদ্ধান্ত গ্রহণ।
তার আগেই সপ্তম পে কমিশন, আগামী সপ্তাহে রয়েছে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা।
কর্মচারী সংগঠনগুলির মতে, এবার মহার্ঘ্য ভাতা ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এর ফলে কর্মীদের বেতন প্রতি মাসে ৫৪০ টাকা থেকে ৭২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
যদি একজন সরকারি কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে বর্তমানে তিনি ৫০ শতাংশ ডিএ-র অধীনে ৯,০০০ টাকা পাচ্ছেন।