DA News: বাড়ল ৬% DA! জুনের শেষেই মিলবে বকেয়া টাকা! পে কমিশন নিয়ে বড় খবর

Published : Jun 09, 2025, 06:42 PM IST

সুখবর সরকারি কর্মীদের জন্য। সরকারের তরফ থেকে বেতন কমিশনের আওতায় পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবার ৬ শতাংশ বাড়ানোর (DA Hike) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বর্ধিত ডিএ’র বকেয়া জুন মাসের মধ্যেই মিলবে বলে জানানো হয়েছে।

PREV
110

সরকারের তরফ থেকে বেতন কমিশনের আওতায় পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবার ৬ শতাংশ বাড়ানোর (DA Hike) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

210

শুধু তাই নয়, বর্ধিত ডিএ’র বকেয়া জুন মাসের মধ্যেই মিলবে বলে জানানো হয়েছে।

310

সরকারি কর্মচারীদের এই বর্ধিত ডিএ’র সুবিধার কথা ঘোষণা করে ৪ জুন এক সরকারি আদেশ নম্বর ১৫৬-এফ জারি করা হয়েছে, যা কিনা কার্যকর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই।

410

পেনশনভোগীদের আগে ২৪৬% ডিএ দেওয়া হতো, তবে এখন তা বাড়িয়ে ২৫২% করা হয়েছে। পাশাপাশি সপ্তম বেতন কমিশনের আওতায় আগে ৫৩% ডিএ দেওয়া হতো। এখন ৫৫% করা হয়েছে।

510

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও ডিএ বাড়ানো হয়েছে। তারা এখন ৫৬% হারে ডিএ পাচ্ছে।

610

রাজ্য সরকারের এরকম ঘোষণা সরকারি পেনশনভোগীদের জীবনে নয়া মাত্রা যোগ করেছে।

710

হ্যাঁ, দীর্ঘদিন ধরে যারা অবসরপ্রাপ্ত জীবনে কিছুটা বাড়তি আর্থিক সুবিধার দাবি করছিলেন, তাদের জন্য সোনায় সোহাগা।

810

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যও এবছর বিরাট সুখবর ঘোষণা করা হয়েছে। জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশনের গঠনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

910

আর এর ফলে আগামী দিনে বেতন কাঠামোতে বিরাট বদল আশা করা যাচ্ছে।

1010

তবে জম্মু-কাশ্মীর সরকারের এই পদক্ষেপ বিশেষভাবে রাজ্যের পেনশনভোগীদের জীবনের মানকে উন্নত করবে, তা বলার অপেক্ষা রাখে না।

Read more Photos on
click me!

Recommended Stories