- Home
- West Bengal
- West Bengal News
- DA Hike: বকেয়া ২৫% মহার্ঘ ভাতা কারা কারা পাবেন? অর্থ দফতরের নির্দেশে তালিকা হচ্ছে নবান্নে
DA Hike: বকেয়া ২৫% মহার্ঘ ভাতা কারা কারা পাবেন? অর্থ দফতরের নির্দেশে তালিকা হচ্ছে নবান্নে
DA Hike: রাজ্যের সরকারি আর অবসরপ্রাপ্ত মিলিয়ে প্রায় ১০ লক্ষ কর্মী পাবেন বকেয়া ২৫ শতাংশ ডিএ। খরচ হবে প্রায় ৪১ হাজার কোটি টাকা। কর্মচারি বাছাই করে তৈরি হচ্ছে তালিকা।

সুপ্রিম কোর্টের নির্দেশ কাজ শুরু
সুপ্রিম কোর্ট গত ১৬ মে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় বকেয়া ২৫% ৬ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশ পালন করতে উদ্যোগী হল রাজ্য সরকার।
নবান্নের উদ্যোগ
নবান্ন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের কোন কোন সরকারি কর্মীরা বকেয়া ২৫% ডিএ পাবেন তারই তালিকা তৈরির প্রস্তুতি শুরু হয়েছে।
অর্থ দফতরের প্রশ্ন
সম্প্রতি রাজ্যের অর্থ দফতর রাজ্যের সমস্ত দফতরের কাছ থেকে মহার্ঘ ভাতা প্রাপকদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে। নবান্নে গুঞ্জন- এবার রাজ্য সরকার মিটিয়ে দিতে পারে বকেয়া ২৫% মহার্ঘ ভাতা।
রাজ্যের মোট সরকারি কর্মী
নবান্ন সূত্রের খবর রাজ্যের প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ২৫% ডিএ পেতে পারেন।
বিভিন্ন দফতরে কর্মী
বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কর্মীর সংখ্যা আড়াই লক্ষের কিছু বেশি।
স্কুল শিক্ষকের সংখ্যা
রাজ্যে স্কুল শিক্ষকের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার।
বাকি কর্মী সংখ্যা
বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম-সহ সরকারি পোষিত স্বশাসিত সংস্থায় কর্মরত কর্মীর সংখ্যা প্রায় ১ লক্ষ। সবমিলিয়ে প্রায় আট লক্ষ বর্তমান সরকারি কর্মী ডিএ পাবেন।
অর্থ দফতরের বার্তা
সব দফতর থেকেই পৃথক ভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানতে চেয়েছে। সেক্ষেত্র বর্তমানে কতজন সরকারি কর্মী ডিএ পাওয়ার যোগ্য, আর কতজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ডিএ পাবেন তাও জানাতে হবে।
বেছে বেছে ডিএ
দ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালে। তাই ২০১৯ সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিপ্রাপ্ত কোনও সরকারি কর্মচারী এই ২৫ শতাংশ ডিএ পাবেন না। যাঁরা ২০০৯ সাল থেকে বা তার আগে থেকে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন, তাঁরাই শুধু এই ১০ বছরের সময়কালে বকেয়া থাকা ডিএ-র সুবিধা পাবেন।
চাকরিহারা শিক্ষকদের অবস্থা
২০১৬ সালে এসএসসি প্যানেলের যেসমস্ত শিক্ষক চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে সেই চাকরিহারা শিক্ষকরাও এই ডিএ পাবেন না বলেও নবান্ন সূত্রের খবর।
ডিএ মেটাতে খরচ
আদালতের দেওয়া হিসেব অনুযায়ী বকেয়া ডিএ পুরোপুরি মিটিয়ে দিতে প্রয়োজন ৪১ হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটাতে প্রয়োজন এই টাকার ১০ শতাংশ।
কর্মী সংখ্যা আর পদোন্নতি
আর সেই কারণেই অর্থ দফতর সরকারি কর্মীদের সংখ্যা ও তাদের পদোন্নতি সম্পর্কিত একাধিক বিষয়ে নিয়ে তথ্য তল্লাশ শুরু করেছে।

