DA Case: সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার শুনানি হবে মঙ্গলবার। সেইমত এদিন শুনানি হয়। এদিন মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার শুনানি হবে মঙ্গলবার। সেইমত এদিন শুনানি হয়। এদিন মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চেই উঠেছিল ডিএ মামলা। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার নিজেদের পুরনো অবস্থানেই অনড় থেকেছে।
26
রাজ্যের সওয়াল
রাজ্যের তরফে মূলত তিনটি যুক্তি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। প্রথমেই রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ডিএ রাজ্যের সরকারি কর্মীদের মৌলিক অধিকার নয়। এই যুক্তি কলকাতা হাইকোর্টেও দিয়েছিল রাজ্য সরকার। এরসঙ্গে া আরও দুটি যুক্তি দিয়েছে রাজ্য সরকার। সেই দুটি যুক্তিতেও রাজ্য সরকার ডিএ দেবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
36
বাকি দুটি যুক্তি
দ্বিতীয় যুক্তি- ডিএ রাজ্যের সরকারি কর্মীদের আইনি অধিকার নয়।
তৃতীয় যুক্তি- রাজ্য সরকার অবস্থা বুঝে সবদিক বিবেচনা করে ডিএ দেয়। কিসের ভিত্তিতে ডিএ দিতে চায় রাজ্য? জানতে চেয়েছিলেন বিচারপতি পিকে মিশ্র।
রাজ্যের আইনজীবীদের বক্তব্য শুনে বিচারপতি পিকে মিশ্র বলেন, 'ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজ্যুমার প্রাইস ইনডেক্স) মেনে না-দিলে কোন অঙ্কে ডিএ দিতে চায় রাজ্য?' মঙ্গলবার এই পর্যন্তই শুনানি হয় সুপ্রিম কোর্টে।
56
পরবর্তী শুনানি
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি হবে বুধবার। অর্থাৎ কাল। এই দিন মামলাকারি অর্থাৎ সরকারি কর্মীদের বক্তব্য শুনবে কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই মামলার লাগাতার শুনানি হবে বলেও জানিয়েছিল কোর্ট।
66
ডিএ-র পরিমাণ
পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পান। এপ্রিল মাসেই রাজ্য বাজেটের সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পান। রাজ্য ও কেন্দ্রের কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক প্রায় ৩৭ শতাংশ। রাজ্যের কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দাবি করেছেন।