মিলল পাক্কা খবর! DA বেড়ে দাঁড়াবে ৫৭%, কতটা বাড়বে বেতন? নতুন বছরেই সুখবর পাবেন সরকারি কর্মীরা
আগামী কিছু সময়ের মধ্যে মহার্ঘ ভাতা যে বাড়তে পারে তা কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছে। এহেন অবস্থায় কত শতাংশ অবধি ভাতা বাড়তে পারে সেই নিয়ে সকলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
নতুন বছরকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
কারণ সকলেই এখন অপেক্ষা করছেন দুটো জিনিসের, একটি হল DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি এবং অন্যটি হল অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়া।
আগামী কিছু সময়ের মধ্যে মহার্ঘ ভাতা যে বাড়তে পারে তা কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছে।
এহেন অবস্থায় কত শতাংশ অবধি ভাতা বাড়তে পারে সেই নিয়ে সকলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এর পরবর্তী সংশোধন ২০২৫ সালের জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে।
তবে, এই বিষয়ে ঘোষণার জন্য কিছুটা সময় লাগতে পারে কারণ সরকার DA বৃদ্ধির চূড়ান্ত গণনা করার জন্য ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক (এআইসিপিআই) তথ্যের জন্য অপেক্ষা করবে।
আশা করা হচ্ছে যে নভেম্বর ও ডিসেম্বরে AICPIN সূচক ১৪৫. ৩ এ পৌঁছাতে পারে।
এটি হলে ২০২৫ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা বেড়ে ৫৬ শতাংশ হতে পারে। আবার কেউ কেউ বলছেন ডিএ বাড়তে পারে ৫৭% অবধি।
আগামী কিছু মাসের মধ্যে ডিএ-র মাত্রা ৩-৪ শতাংশ অবধি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সরকার চূড়ান্ত হিসাব করে পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারবে। ফলে এখন কী হয় সেদিকে নজর থাকবে সকলের।