EPFO: আর কয়েক দিন পরেই বদলে যবে EPFO-র নিয়ম, জানুন কী কী সুবিধে পাচ্ছে সকলে

Published : Dec 29, 2024, 03:33 PM IST

নতুন বছর থেকেই বদলে যেতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা এমপ্লয়ইপিএফও-র নিয়ম। ছবিতে দেখে নিন কতটা সুবিধে পবেন সকলে। 

PREV
110
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর নিয়ম

২০২৫ সালে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। যাতে বেশ কিছু বড় পরিবর্তন করা হচ্ছে। আগে থেকেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

210
নতুন বছর থেকেই কার্যকর

আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই নতুন নিয়মগুলি কার্যকর করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন লাগু হতে কয়েক দিন মাত্র। তার আগেই দেখুন খতিয়ান।

310
প্রভাব

প্রাথমিকভাবেমনে করা হচ্ছে এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর এই নিয়ম বদলে ভারতের লক্ষ লক্ষ বেতনভোগী মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে চলেছে। অবসর থেকে শুরু করে বর্তমান কর্মী- সকলের জন্যই এই পরিবর্তন কার্যকর হচ্ছে।

410
এটিএম-এ টাকা তোলা

এবার থেকে ইপিএফও-র টাকা এটিএম-এর মাধ্যমে তোলা যাবে। তাই আর ব্যাঙ্কে গিয়ে লাইন দিতে হবে না।

510
সব ব্যাঙ্ক

নতুন নিয়ম অনুযায়ী যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকেই তোলা যাবে এই টাকা। তাই বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সকলেই সুবিধে হবে।

610
বেস পে

এখানে বর্তমানে মাইনের ১২ শতাংশ বেস পে দিতে হত। সেখানে সবার মাইনে হতে হবে অন্তত ১৫ হাজার টাকা। তবেই সে এই সুবিধা ভোগ করতে পারবে।

710
কেন্দ্রের লক্ষ্য

কেন্দ্র সরকারের লক্ষ্য যাতে প্রতিটি ব্যক্তি আসলে কত টাকা মাইনে পান সেদিকে জোর দিয়ে এই টাকার পরিমান করা।

810
ইকুইটি লিমিট

ইকুইটি লিমিট যাতে আগামীদিনে আরও বাড়নো যায় সেদিকেও বিশেষ নজর রাখবে কেন্দ্র সরকার। স্টক মার্কেটে প্রভাব পড়বে।

910
জানুয়ারি মাস থেকেই লাগু

২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের পেনশন ভারতের যেকোনও ব্যাঙ্ক থেকেই তুলতে পারবেন।

1010
অবসরপ্রাপ্তদের সংখ্যা

বর্তমানে ইপিএফও-র মধ্যে ৭.৮ মিলিয়ন সদস্য রয়েছেন। এরা সকলেই নিজেদের টাকা দেশের যেকোনও ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন।

click me!

Recommended Stories