
'অযথা তাড়াহুড়ো করে করা হচ্ছে', এবার SIR নিয়ে প্রশ্ন তুললেন অমর্ত্য সেন
বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর অযথা তাড়াহুড়ো করে করা হচ্ছে। একথা বললেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি সতর্ক করে বলেছেন, বিধানসভা নির্বাচনের আগে এই প্রক্রিয়া গণতান্ত্রিক অংশগ্রহণকে বিপন্ন করতে পারে। সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, 'নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টকে নিশ্চিত করতে হবে যে কোনও প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক ভোটদানের যোগ্যতা অর্জনের জন্য অসুবিধার সম্মুখীন হবেন না।'
তিনি এসআইআরের প্রয়োজনীয়তার সঙ্গে দ্বিমত পোষণ করেননি তবে প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, 'পর্যাপ্ত সময় নিয়ে সাবধানতার সঙ্গে ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা একটি ভাল গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে, তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এটি ঘটছে না।'
SIR-এর ডাক পেলেন অভিনেত্রী প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী
SIR-র এবারে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-র সাধারণ মানুষের পাশাপাশি বেশ কিছু টলিউড তারকাদেরও ডাকা হয়েছে। সেই তালিকায় আগেই ডাক পেয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, সৌমিতৃষা। আর এবার ডাক পেলেন তৃণমূলের আরও এক প্রাক্তন সাংসদ। জানা গিয়েছে, ডাক পেলেন মিমি চক্রবর্তী।
Sports News: মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে সুন্দরবনে জমজমাট মহিলা ফুটবল প্রতিযোগিতা, উপস্থিত ধারাভাষ্যকার এবং প্রাক্তন ফুটবলাররা
মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে অভিনব উদ্যোগ। সুন্দরবন যেন মেতে উঠল মহিলা ফুটবল উৎসবে (mohun bagan fans club news today)। চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব আয়োজিত অষ্টম বর্ষের দুদিন ব্যাপী বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যতম সেরা নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতা (women football tournament)।
বিভিন্ন জেলার মোট ৮টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় গঙ্গাসাগর থানা বনাম নদিয়ার ধুবুলিয়া উইমেন্স স্টার ফুটবল ফাউন্ডেশন। নির্ধারিত সময় পর্যন্ত, ম্যাচের ফলাফল গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।
যোগ দিয়েছেন বিশ্বসেরা লিনথোই, ১৫ বছর পর বাংলায় ফের জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতা
২০১১ সালে শেষবার পশ্চিমবঙ্গে জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতা হয়েছিল। ১৫ বছর পর শনিবার আবার বাংলায় জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতা শুরু হল। এবার জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ (Junior National Judo Championships 2025-26) চলছে হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে। সারা দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৮০০ জুডোকা এই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। রবিবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বাংলার বিভিন্ন প্রান্তে মার্শাল আর্ট নিয়ে বহু মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা যায়। এত বছর পর বাংলায় জুডোর জাতীয় প্রতিযোগিতা হওয়ায় বাঙালি জুডোকারা উৎসাহিত হয়ে উঠেছেন। যাঁরা জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছেন, তাঁরা সবাই লড়াই করে পদক জেতার চেষ্টা করছেন।
'অপারেশন সিঁদুর নিয়ে ক্ষমা চাইব না'! কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা শশী থারুর
কংগ্রেস নেতা শশী থারুর শনিবার দলের নীতির বিরুদ্ধে যাওয়ার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল তা প্রত্যাখ্যান করে বলেছেন যে তিনি "সংসদে কোনও পর্যায়েই কংগ্রেসের কোনও অবস্থান লঙ্ঘন করেননি।" তিনি বলেন যে "নীতিগতভাবে প্রকাশ্য মতবিরোধের" শুধুমাত্র একটি ঘটনা ঘটেছে, যা পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পরে 'অপারেশন সিঁদুর' নিয়ে প্রতিক্রিয়ার সময় হয়েছিল। তবে সেই বিষয়ের জন্য তিনি ক্ষমা চাইতে নারাজ।
শশী থারুর বলেন, "২৬ জনকে মারা ওই সন্ত্রাসবাদী হামলার পর, আমি বলেছিলাম যে এই কাজটা 'শাস্তি ছাড়া ছেড়ে দেওয়া যায় না, এর একটা কড়া জবাব দিতেই হবে'। আমি সংসদে কোনও সময়েই কংগ্রেসের কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে যাইনি; একমাত্র যে বিষয়ে সবার সামনে নীতিগতভাবে মতের অমিল হয়েছে, তা হলো 'অপারেশন সিঁদুর'। যেখানে আমি একটা শক্ত অবস্থান নিয়েছিলাম, আর তার জন্য আমি আজও ক্ষমা চাইব না।"