News Round-up: জুবিন গর্গের মর্মান্তিক পরিণতি থেকে ভারত-ওমান ম্যাচ, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Sep 19, 2025, 07:25 PM IST
Round-up News

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। ৫২ বছর বয়সি জুবিন স্কুবা ডাইভিংয়ের সময় সমুদ্রে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুরের পুলিশ। এই সঙ্গীতশিল্পীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ইনটেনসিভ কেয়ারে রাখেন। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই বিখ্যাত সঙ্গীতশিল্পীর প্রয়াণে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- মাত্র ৫২-তেই নিভল জীবন প্রদীপ, স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু জুবিন গর্গের

২. শুক্রবার এশিয়া কাপে গ্রুপ এ-র শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচে দলে একাধিক বদলের সম্ভাবনা রয়েছে। জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে তাঁর পরিবর্তে আর্শদীপ সিংকে খেলার সুযোগ দেওয়া হতে পারে। ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে শততম উইকেট নেওয়া থেকে একধাপ দূরে আর্শদীপ। তিনি শুক্রবারই এই নজির গড়তে পারেন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এশিয়া কাপ ২০২৫: দরকার ১ উইকেট, শুক্রবারই নতুন নজির গড়ার সুযোগ পাবেন আর্শদীপ সিং?

৩. বালোচ লিবারেশন আর্মিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে যৌথভাবে দরবার করেছিল পাকিস্তান ও চিন। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইংল্যান্ডের আপত্তিতে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। এই তিন দেশকে ধন্যবাদ জানালেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ। তিনি পাকিস্তান ও চিনকে তীব্র আক্রমণ করেছেন। বালোচিস্তানের স্বাধীনতার লড়াইয়ে ভারতকেও পাশে চাইছেন মীর।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'পাকিস্তান সব দেশের পক্ষেই বিপজ্জনক,' তোপ বালোচিস্তানের নেতা মীর ইয়ার বালোচের

৪. মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষের শিকার হওয়ার পর পুলিশের গুলিতে প্রাণ হারালেন তেলঙ্গানার মাহবুবনগর জেলার বাসিন্দা মহম্মদ নিজামুদ্দিন। তাঁর পরিবারের অভিযোগ, সান্তা ক্লারা পুলিশ ২৯ বছর বয়সি এই যুবককে গুলি করে মেরেছে। এই যুবক যেখানে থাকতেন, সেখানে এক সঙ্গীর সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপরেই নিজামুদ্দিনকে গুলি করে পুলিশ। মৃত্যুর ঠিক আগে এঐই যুবক অভিযোগ করেন, তিনি বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের বলি ভারতীয়! তেলাঙ্গনার তরুণের দেহ ফিরে পেতে চেয়ে আর্জি পরিবারের

৫. পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সফর থেকে ফিরে এসে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। তিনি দাবি করেছেন, পাকিস্তানে গিয়ে মনে হয়নি দেশের বাইরে আছেন। পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতির কথাও বলেছেন পিত্রোদা। তাঁকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'পাকিস্তানে গেলেই মনে হয় যেন নিজের বাড়িতে আছি', স্যম পিত্রোদার পাক প্রীতিকে কটাক্ষ বিজেপির

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!