Balochistan Liberation Army: পাকিস্তান (Pakistan) থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার দাবিতে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন বালোচিস্তানের বাসিন্দারা। বালোচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

DID YOU
KNOW
?
বালোচিস্তানের স্বাধীনতা
পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার কথা ঘোষণা করেছে বালোচিস্তান। এবার স্বীকৃতি পেতে পারে এই স্বাধীন দেশ।

Mir Yar Baloch Exclusive: বালোচিস্তান লিবারেশন আর্মিকে (Balochistan Liberation Army) সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UN Security Council) দরবার করা পাকিস্তান (Pakistan) ও চিনকে (China) তীব্র আক্রমণ করলেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ। এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান ও চিনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এতে আমরা খুব খুশি হয়েছি। বালোচিস্তান প্রজাতন্ত্রের ৬ কোটি ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমী মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র (United States), ফ্রান্স (France) ও ইংল্যান্ডের (United Kingdom) সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। পাকিস্তান ও চিন নির্লজ্জভাবে রাষ্ট্রপুঞ্জে বালোচ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ধর্মীয় মৌলবাদকে যুক্ত করার চেষ্টা করছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইংল্যান্ড সেই চেষ্টায় বাধা দিয়েছে।’

পাকিস্তানকে তীব্র আক্রমণ মীরের

পাকিস্তানকে তোপ দেগে মীর বলেছেন, ‘পাকিস্তান শুধু ভারত, আফগানিস্তান (Afghanistan), বালোচিস্তানের (Balochistan) পক্ষেই বিপজ্জনক নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পরমাণু অস্ত্র এবং সন্ত্রাসবাদীদের ব্যবহার করা, ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়া ইজরায়েল (Israel), মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলির (European countries) পক্ষেও বিপজ্জনক। ৭৮ বছরের পুরনো কমিউনিস্ট চিন ও পাকিস্তান ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদীদের মদত দিয়ে চলেছে। পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বালোচতিস্তানের ন্যায্য, প্রগতিশীল স্বাধীনতা আন্দোলনকে ধর্মীয় ছাপ দেওয়ার চেষ্টা করছে। বালোচ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আল-কায়েদা (Al-Qaeda) ও আইএসআইএস-এর (ISIS) যোগ রয়েছে বলে প্রমাণ করার চেষ্টা করছে পাকিস্তান। সারা বিশ্বের এই অপচেষ্টার নিন্দা করা উচিত।’

ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মীরের

গত মাসে মীরের জন্মদিন ছিল। তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার ছিল প্রধানমন্ত্রীর জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানান মীর। তিনি ভারতের সঙ্গে বালোচিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দিচ্ছেন। বালোচিস্তানের ৬ কোটি মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মীর। তাঁর আশা, ভারত ও বালোচিস্তানের বন্ধুত্ব বজায় থাকবে। বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলনে ভারতের সাহায্য ও সমর্থন বজায় থাকবে বলেও আশাবাদী মীর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।