News Round-up: মুলতুবি সংসদের অধিবেশন, জিএসটি-র নতুন ধাপ, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Aug 21, 2025, 08:48 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. দেশজুড়ে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিষেবার দাম কমতে চলেছে। পণ্য ও পরিষেবা করে ১২ ও ২৮ শতাংশের ধাপ বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিগোষ্ঠী। ১২ শতাংশের আওতায় থাকা পণ্যগুলি এবার ৫ শতাংশে নেমে আসছে। ২৮ শতাংশ করের আওতায় থাকা পণ্যগুলি ১৮ শতাংশে নেমে আসছে। তবে তামাকজাত দ্রব্য ও দামী গাড়ির উপর ৪০ শতাংশ কর চাপানো হচ্ছে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- জিএসটি-তে ১২ ও ২৮ শতাংশের ধাপ বিলোপ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে?

২. নির্ধারিত সময়ের একদিন আগেই মুলতুবি হয়ে গেল সংসদের অধিবেশন। বিরোধী দলগুলির প্রবল হই-হট্টগোলের মধ্যে বারবার মুলতুবি হয়ে যায় সংসদের বাদল অধিবেশন। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও প্রবল হইচই হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি। এরই মধ্যে সংসদের বাদল অধিবেশনে পাশ হয়ে গেল ১৫টি বিল। ২১ জুলাই শুরু হয়েছিল সংসদের বাদল অধিবেশন। বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল সংসদের অধিবেশন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সময়ের আগেই লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি; ১৫টি বিল পাশ বাদল অধিবেশনে

৩. নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। সশ্রম কারদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত। লিগ্যাল এইড সার্ভিস অথারিটির মাধ্যমে নির্যাতিতাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ২০২২ সালের ১৬ অগাস্ট এই অপরাধ ঘটে। তিন বছর পর সাজা ঘোষণা করল আদালত।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- নাবালিকা ধর্ষণে ২০ বছর সশ্রম কারাদণ্ড, নির্যাতিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ

৪. শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কলকাতা মেট্রোরেলের নতুন তিনটি রুট উদ্বোধন করবেন। এছাড়া জনসভাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ যেমন প্রস্তুতি নিচ্ছে, তেমনই বঙ্গ বিজেপি-র নেতারাও প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'BJPর দিকে তাকিয়ে রয়েছে বঙ্গবাসী', মেট্রোর উদ্বোধনের আগে দল ও জনগণকে পৃথক ২টি বার্তা মোদীর

৫. আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং থেকে বেমালুম গায়েব হয়ে গেল রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম! বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই দুই তারকা ব্যাটার ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর নিচ্ছেন কি না, সেই জল্পনা তৈরি হয়। তবে আইসিসি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে। র‍্যাঙ্কিংয়ে ফের রোহিত ও বিরাটের নাম দেখা যাচ্ছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ওডিআই র‍্যাঙ্কিং থেকে কেন উধাও রোহিত-বিরাটের নাম? ব্যাখ্যা দিল আইসিসি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ
Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?