News Round-up: বৈষ্ণোদেবী যাত্রার পথে ধস, ডিএ মামলায় সরকারের স্বস্তি, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Aug 26, 2025, 08:47 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. জম্মু ও কাশ্মীরের বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র মাতা বৈষ্ণোদেবীর পথে ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হল। ১৪ জন জখম হয়েছেন। মঙ্গলবার বিকেলে ত্রিকূট পাহাড়ে ধস নামে। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে টানা বৃষ্টি হয়ে চলেছে। এই কারণেই ধস নামে। এই দুর্ঘটনার ফলে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এই তীর্থযাত্রা আপাতত বন্ধ।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- বৈষ্ণোদেবীর রাস্তায় ভূমিধসে প্রাণ গেল ৫ জনের, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু

২. সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি। মঙ্গলবারও এ বিষয়ে কোনও রায় দিল না শীর্ষ আদালত। ১২ অগাস্ট এই মামলার শুনানি হয়নি। এরপর শুনানির নতুন দিন ঠিক হয় মঙ্গলবার। কিন্তু এদিনও শুনানি হল না। ফলে মামলাকারী রাজ্য সরকারী কর্মীদের অপেক্ষার মেয়াদ বাড়ল। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ডিএ মামলায় চূড়ান্ত খারাপ খবর সরকারি কর্মীদের জন্য! স্বস্তির নিঃশ্বাস ফেলল নবান্ন

৩. দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে আত্মহত্যা করল চতুর্থ শ্রেণির ছাত্র পল্লব নস্কর। তার বয়স ১০ বছর। বাড়ির রান্নাঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পল্লব সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল। নিয়মিত ভিডিও আপলোড করত সে। হঠাৎ কী কারণে সে আত্মঘাতী হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পরিবার-পরিজনদের মধ্যে শোকের ছায়া।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী শিশুর করুণ পরিণতি, খেলতে খেলতে ঢলে পড়ল মৃত্যুর কোলে

৪. 'ইলেকশন কমিশন, আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সেলাম জানাই। দয়া করে বিজেপির ললিপপ হবেন না। তা হলে দেশের মানুষ ক্ষমা করবে না।' মঙ্গলবার প্রশাসনিক সভা থেকে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'বিজেপির ললিপপ হবেন না!' বর্ধমানের সভা থেকে বিজেপি-কমিশনকে সরাসরি আক্রমণ মমতার

৫. কলকাতা ফুটবল লিগে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। মঙ্গলবার জর্জ টেলিগ্রাফকে ৪-০ উড়িয়ে দিল বিনো জর্জের দল। জোড়া গোল করলেন বিষ্ণু পি ভি। এছাড়া গোল করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, মনোতোষ মাঝি। ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে ইস্টবেঙ্গল। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে অনায়াস জয়, কলকাতা ফুটবল লিগের শীর্ষে ইস্টবেঙ্গল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: RBI MPC Meeting - এখন বাড়ি গাড়ি কেনা আরও হবে সহজ আরবিআই কমিয়েছে রেপো রেট বেসিস পয়েন্ট
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি