Calcutta Football League: কলকাতা ফুটবল লিগে সবচেয়ে সফল দল ইস্টবেঙ্গল। এবারের কলকাতা ফুটবল লিগের মাঝপথে একাধিক ম্যাচে হেরে গেলেও, এরপর ঘুরে দাঁড়িয়েছে বিনো জর্জের দল। সুপার সিক্সের যোগ্যতা অর্জনের আশা উজ্জ্বল হয়ে উঠেছে।

DID YOU
KNOW
?
কলকাতা লিগে বিষ্ণুর গোল
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর কলকাতা ফুটবল লিগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নেন বিষ্ণু পি ভি। এরপর তিনি আইএসএল-এও নজর কাড়েন।

East Bengal FC: কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2025) জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। মঙ্গলবার জর্জ টেলিগ্রাফকে ৪-০ উড়িয়ে দিল বিনো জর্জের দল। জোড়া গোল করলেন বিষ্ণু পি ভি। এছাড়া গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায় ও মনোতোষ মাঝি। এই জয়ের ফলে ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ফলে লাল-হলুদ ব্রিগেডের সুপার সিক্সের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত হয়ে গেল। বাকি ম্যাচগুলি জিতলে মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant) সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারে। তবে আপাতত ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে ৬ নম্বরে সবুজ-মেরুন ব্রিগেড। ১০ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পুলিশ এসি। ৯ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউ আলিপুর সুরুচি সংঘ। গ্রুপ এ ও গ্রুপ বি-তে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করবে।

ইস্টবেঙ্গলের দাপুটে জয়

জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এই ম্যাচে ইস্টবেঙ্গল শেষপর্যন্ত সহজ জয় পেলেও, প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় গোল হয়নি। ফলে লাল-হলুদ শিবিরে উদ্বেগ তৈরি হচ্ছিল। ৬৯ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন বিষ্ণু। ৮৩ মিনিটে ব্যবধান বাড়ান সায়ন। এরপর ৮৮ মিনিটে ফের গোল করেন বিষ্ণু। এরপর সংযোজিত সময়ে চতুর্থ গোল করেন মনোতোষ। এরই মধ্যে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ডেভিড লাললানসাঙ্গা। ফলে লাল-হলুদ ব্রিগেডের জয়ের ব্যবধান বাড়ল না।

ডায়মন্ড হারবার এফসি-র হার

মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে গ্রুপ বি-র ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ০-২ হেরে গেল সদ্য ডুরান্ড কাপে (Durand Cup 2025) রানার্স হওয়া ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। ফলে গ্রুপ বি-র লড়াই জমে গেল। ডুরান্ড কাপ ফাইনালের পর ফের হেরে গেল কিবু ভিকুনার দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।