News Round-up: ভারতের উপর ফের শুল্ক চাপাবে আমেরিকা? পুজো অনুদান নিয়ে বিতর্ক, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Aug 27, 2025, 09:16 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারই কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। ফলে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ক নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তহবিল বিভাগের সচিব স্কট বেসেন্ট বলেছেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জটিল আকার ধারণ করেছে। তবে দুই দেশ আবার একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বেসেন্ট। আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে, ভারতের উপর চাপ তৈরি করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রই বিপদে পড়ে যেতে পারে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ৫০% শুল্ক চাপিয়েও খান্ত নন ট্রাম্প, ভারত-পাক সংঘর্ষ বিরতিতে শুল্কের ভূমিকার কথা মার্কিন প্রেসিডেন্টের মুখে

২. দুর্গাপুজোর জন্য বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিকে অনুদান দেওয়া সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার আদালত জানিয়েছে, যে পুজো কমিটিগুলি গত বছরের অনুদানের অর্থ খরচের হিসেব জমা দেয়নি, তাদের এবার অনুদান দেওয়া যাবে না। শুধু যে পুজো কমিটিগুলি খরচের হিসেব পেশ করবে, তাদেরই অনুদান দিতে পারবে রাজ্য সরকার। এবার যে পুজো কমিটিগুলি অনুদান পাবে, তাদের বিজয়া দশমীর একমাস পর রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। দুর্গাপুজোর ছুটির একমাস পর ফের এই মামলার শুনানি হবে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এই পুজো কমিটিগুলি পাবে না পুজো অনুদানের ১১০০০০ টাকা! স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

৩. আগামী মাসে প্রকাশ্যে আসতে চলেছে অ্যাপল আইফোন ১৭। ৯ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে স্টিভ জোবস থিয়েটারে হবে অ্যাপল ইভেন্ট। এই অনুষ্ঠানেই আইফোন ১৭-সহ অ্যাপলের বিভিন্ন নতুন প্রোডাক্ট প্রকাশ্যে আসবে। আইফোন ১৭ নিয়ে বিশ্বজুড়ে গ্যাজেটপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- জানা গেল আইফোন ১৭ প্রকাশ্যে আনার তারিখ, ভারতে কবে থেকে পাওয়া যাবে?

৪. তিন বছর পর কি ফের নির্বাসিত হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন? ফিফা ও এএফসি যে চিঠি পাঠিয়েছে, তাতে এই আশঙ্কা জোরদার হয়েছে। ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে নির্বাসিত হতে পারে এআইএফএফ। সেক্ষেত্রে এএফসি প্রতিযোগিতায় খেলতে পারবে না মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার পুরুষ দল এবং ইস্টবেঙ্গলের মহিলা দল।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ফের ভারতীয় ফুটবলে ফিফার নিষেধাজ্ঞার আশঙ্কা, ইস্টবেঙ্গল-মোহনবাগানের কী হবে?

৫. কলকাতা ফুটবল লিগে ফের হার মোহনবাগান সুপার জায়ান্টের। বুধবার ক্যালকাটা কাস্টমস ক্লাবের বিরুদ্ধে ০-১ হেরে গেল ডেগি কার্ডোজার দল। ম্যাচের শেষমুহূর্তে কাস্টমসের হয়ে জয়সূচক গোল করেন রৌনক পাল। এই হারের ফলে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ল।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- কাস্টমসের কাছে হার, কলকাতা লিগে সুপার সিক্সের দৌড়ে পিছিয়ে পড়ল মোহনবাগান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র