Mohun Bagan Super Giant: কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League 2025) দীর্ঘ ইতিহাসে অন্যতম সফল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু গত কয়েক বছর ধরে কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না সবুজ-মেরুন ব্রিগেড।

DID YOU
KNOW
?
মোহনবাগানের সাফল্য
কলকাতা ফুটবল লিগের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল মোহনবাগান।

Calcutta Football League 2025: গত মরসুমের কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এবারও সেই আশঙ্কা তৈরি হল। বুধবার ক্যালকাটা কাস্টমস ক্লাবের (Calcutta Customs Club) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ০-১ হেরে গেল ডেগি কার্ডোজার দল। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার দীপ্রভাত ঘোষকে হার মানান কাস্টমসের রৌনক পাল। এরপর আর সমতা ফেরাতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। শেষমুহূর্তে গোল হজম করলেও, এদিন মোহনবাগান সুপার জায়ান্টকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন দীপ্রভাত। তিনি একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। না হলে বড় ব্যবধানে জয় পেত কাস্টমস।

সুপার সিক্সের লড়াইয়ে চাপে মোহনবাগান সুপার জায়ান্ট

বুধবার কাস্টমসের কাছে হেরে যাওয়ার ফলে চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ এ-তে ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপের শীর্ষে থাকা তিন দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করবে। ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল (East Bengal FC)। ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ আলিপুর সুরুচি সংঘ। ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেল কাস্টমসও। তবে সুরুচি সঙ্ঘের চেয়ে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে কাস্টমস। ফলে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন।

অসাধারণ পারফরম্যান্স কাস্টমসের

বুধবারই ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) জারি করা শুল্ক কার্যকর হয়েছে। সেদিনই কলকাতা ফুটবল লিগে ক্যালকাটা কাস্টমস ক্লাবের উজ্জীবিত পারফরম্যান্স দেখা গেল। ম্যাচের শুরু থেকেই মোহনবাগান সুপার জায়ান্টকে চাপে ফেলে দেন রিকি ঘরামি, ঝন্টু প্রসাদরা। বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গেলেও, সুযোগ কাজে লাগাতে পারেনি কাস্টমস। তবে শেষপর্যন্ত গোল হয় এবং জয় পায় কাস্টমস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।